চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের
- ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৪
নয়া দিগন্ত অনলাইন
বৈশ্বিক আসরের দল ঘোষণায় বরাবরই চমক নিয়ে আসে নিউজিল্যান্ড। অভিনত্ব থাকে নাম প্রকাশে। এবারো তার ব্যতিক্রম হয়নি, ভিন্নতা নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করলো নিউজিল্যান্ড।
সাধারণত দলগুলোর নির্বাচকরা দল ঘোষণা করে থাকেন, কিংবা তা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। কিন্তু ভারত বিশ্বকাপে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা নিউজিল্যান্ডের বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছিল দুই খুদে।
আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সদস্যদের নাম জানালেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। এই অলরাউন্ডার একে একে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ১৪ সতীর্থের নাম।
দলে চমক বলতে আছে, বেন সিয়ার্সের জায়গা পাওয়া। ১ টেস্ট ও ১৭ টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে অভিষেক হয়নি তার। চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই হতে পারে তার অভিষেক।
মাস দু’য়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজরকাড়া অলরাউন্ডার ন্যাথান স্মিথও আছেন দলে।
দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করতে গিয়ে মজা করতেও ভুলেননি স্যান্টনার। কেন উইলিয়ামসনকে পরিচয় করিয়ে দেন উঠতি ক্রিকেটার হিসেবে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তান, ভারত ও বাংলাদেশের গ্রুপে আছে নিউজিল্যান্ড। তার আগে পাকিস্তানে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে কিউইরা। যেখানে স্বাগতিকরা ছাড়া আরেক দল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের দলও এটিই।
নিউজিল্যান্ড স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা