বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, নেই লিটন
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ১৩:১৩, আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
চমকে ভরা বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল। গুঞ্জন সত্যি করে নেই লিটন কুমার দাস। ঠাঁই হয়নি শুধুমাত্র ব্যাটার সাকিব আল হাসানেরও। নেই শরিফুল ইসলাম, হাসান মাহমুদও।
পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার মিরপুরে সংবাদ সম্মেলন করে প্রকাশিত হয় চ্যাম্পিয়নস ট্রফির দল। ১৫ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
লিটন দাস বাদ পড়ায় দলে ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। লিটন না থাকায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী।
একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। আর পেসার হিসেবে আছেন তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা