১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব

সাকিব আল হাসান - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগ পাড়ি দিয়ে ক্যারিয়ার যখন সায়াহ্নে, তখনই অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ সাকিব আল হাসানের বিরুদ্ধে। প্রথম বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। এবার দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি।

জানা গেছে, বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় নিষেধাজ্ঞায় পড়তে হলো সাকিবকে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেই নিষিদ্ধ হচ্ছেন তিনি।

নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার। যদিও খেলে যেতে পারবেন লাল-সবুজের জার্সিতে। খেলতে হবে ব্যাটার পরিচয়ে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিব আল হাসানের এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরো জানিয়েছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে সাকিবের ওপর থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাবে। কিন্তু এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান, খেলতে হবে কেবল ব্যাটার হিসেবে।

আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং বিষয়ক নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’

এর আগে গত ১৩ ডিসেম্বর সাকিবের বোলিং নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। এরপর জানা যায়, সাকিবকে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে।

সাকিব ওই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে তার বোলিং পরীক্ষা দেন। যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করেছেন তিনি।

সাকিব যে দিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, গত বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। তবে এরপর আবারো পরীক্ষা দিতে পারবেন তিনি। পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবি-এর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশী এ তারকা।


আরো সংবাদ



premium cement
সবচেয়ে বেশি বয়সে এটিপি চ্যাম্পিয়ন মনফিলস বিভাগীয় ফুটবল ও অ্যাথলেটিক্স বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে : ডা. তাহের শুরুটা ভালো হয়নি ফাহাদের মিরসরাইয়ে মহামায়া লেক থেকে ৪ হাজার মিটার জাল জব্দ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ ‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য’ সংশোধনের দাবি ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা

সকল