১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিলো রাজশাহী

১৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে জয়ের জন্য ১৭৯ রানের টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহী - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে জয়ের জন্য ১৭৯ রানের টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহী।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৪৪ রানের সূচনা করেন দুর্বার রাজশাহীর দু’ ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পাকিস্তানের হারিসকে বোল্ড করে খুলনা টাইগার্সকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। চারটি চার ও একটি ছক্কায় ২০ বলে ২৭ রান করেন হারিস।

ভালো শুরুর পরও শিগগিরই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। তিনটি চারে জিশান ২৩, মিডল অর্ডারে অধিনায়ক এনামুল হক ৭ এবং এস এম মেহেরব ৫ রানে আউট হন।

৬৭ রানে ৪ উইকেট পতনের পর জুটি বেঁধে রাজশাহীকে লড়াইয়ে ফেরান ইয়াসির আলি ও জিম্বাবুয়ের রায়ান বার্ল। তাদের মারমুখী ব্যাটিংয়ে ১৪তম ওভারে এক শ’ এবং ১৮তম ওভারে ১৫০-এ পা রাখে রাজশাহী।

১৯তম ওভারে খুলনার পেসার আবু হায়দারের বলে বোল্ড হন ইয়াসির। আউট হওয়ার আগে তিনটি চার ও দু’টি ছক্কায় ২৫ বলে ৪১ রান করেন তিনি। বার্লের সাথে ৫১ বলে ৮৮ রান যোগ করেন ইয়াসির।

দলীয় ১৫৫ রানে ইয়াসির ফেরার পর ইনিংসের শেষ ১০ বলে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রাজশাহীকে লড়াকু সংগ্রহ এনে দেন বার্ল ও উইকেটরক্ষক আকবর আলি। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করেন রাজশাহী।

৭টি চার ও একটি ছক্কায় ২৯ বলে বার্ল ৪৮ এবং আকবর তিনটি চার ও একটি ছক্কায় ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। খুলনার নাসুম ২০ রানে ২ উইকেট নেন। একটি করে শিকার করেন মোহাম্মদ নাওয়াজ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও আবু হায়দার।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement