তামিমের ওপর ক্ষোভ নিয়ে বিপিএল শেষ করলেন হেলস
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জানুয়ারি ২০২৫, ১১:১৩
তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিপিএল শেষ করলেন এলেক্স হেলস। তামিম ইকবালের সাথে বাদানুবাদে জড়িয়ে বাংলাদেশ ছাড়ছেন তিনি। ব্যাট হাতে দারুণ সময় কাটালেও শেষ মুহূর্তে ঘটে যাওয়া এমন ঘটনা মর্মাহত করেছে তাকে।
এবারের বিপিএলে তারকা-মহাতারকার অভাব বেশ ভালোই চোখে পড়েছে। এর মাঝে যে কয়েকজন বড় নাম আছেন, তাদের একজন এলেক্স হেলস। সাবেক এই ইংলিশ ব্যাটারকে মাত্র ছয় ম্যাচের জন্য দলে ভেড়ায় রংপুর।
হেলসকে নিয়ে প্রথম ছয় ম্যাক্স স্বপ্নের মতোই কেটেছে রংপুরের। টানা ছয় জয় তুলে নিয়েছে তারা। বৃহস্পতিবার শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে তারা। নাটকীয়তায় ভরপুর ম্যাচে রংপুরের জয় ৩ উইকেটে।
নিজের বিদায়ী ম্যাচে হেলস (১) পারেননি তেমন কিছু করতে। তবুও ম্যাচ শেষে আলোচনায় উঠে আসেন। তামিম ইকবালের সাথে বাদানুবাদে জড়িয়েই খবরের শিরোনাম হন তিনি। যদিও তার দাবি, তামিম ব্যক্তিগত আক্রমণ করেছে তাকে।
ঘটনা বিশ্লেষণে দেখা যায়, ম্যাচ শেষে রীতি অনুযায়ী তখন হাত মেলানোর পর্ব চলছিল, তখন হুট করেই চটে যান তামিম। মেজাজ হারিয়ে হেলসের দিকে এগোতে দেখা যায় টাইগারদের সাবেক অধিনায়ককে।
বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে এই প্রসঙ্গে হেলস বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেন সে এটাকে ব্যক্তিগতভাবে নিলো। সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। তাকে বলার কিছু নেই। এটা লজ্জাজনক। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল, আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও তামিম কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’
তামিমের সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলেও বাংলাদেশী সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ ইংলিশ হার্ডহিটার। বারবার আসতে চান লাল-সবুজের দেশে।
হেলস বলেন, ‘এটা চমৎকার। এখানকার সমর্থকরা বিশ্বের অন্যতম সেরা। তারা সবসময় আমাদের জন্য গলা ফাটায়, সমর্থন করে। সবাইকে ধন্যবাদ দিতে চাই।’
বিপিএল অ্যাসাইনমেন্ট শেষ করে হেলস যোগ দেবেন আইএল টি-টোয়েন্টিতে। তার আগে ৬ ম্যাচে রান পেয়েছেন ২১৮। আছে ১১৩ রানের অপরাজিত ইনিংসও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা