১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের ৮ হাজার রান

- ছবি : সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তামিম ইকবাল।

আজ বিপিএল’এ রংপুর রাইডার্সের বিপক্ষে ক্যারিয়ারের আট হাজার পূর্ণ করেন তামিম।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৭১ ম্যাচে ৭৯৯১ রান নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। আট হাজার রানের ক্লাবে নাম লেখাতে ৯ রান দরকার ছিলো তার।

বরিশালের ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে চার মেরে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে আট হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম। বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে আট হাজার রান করলেন এই ড্যাশিং ওপেনার। এ ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪০ রান করেন তামিম।

২৭২ টি-টোয়েন্টিতে ২৭১ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৫২ হাফ-সেঞ্চুরিতে ৮০৩১ রান করেছেন তামিম। এরমধ্যে বিপিএলের ইতিহাসে ১০৯ ম্যাচের ১০৮ ইনিংসে ২টি শতক ও ২৯টি অর্ধশতকে ৩৫৮৩ রান করেছেন তামিম।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৩২টি অর্ধশতক আছে সাকিবের।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ৪৫৫ ইনিংসে ২২ শতক ও ৮৮ অর্ধশতকে ১৪৫৬২ রান করেছেন গেইল।

এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫১ ম্যাচে ৫১০ ইনিংসে ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩৪৯২ রান আছে মালিকের।

৬৮৭ টি-টোয়েন্টির ম্যাচে ৬১১ ইনিংসে ১৩৩৫৫ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।


আরো সংবাদ



premium cement