১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রংপুরকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বরিশাল

রংপুরকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বরিশাল - সংগৃহীত

অধিনায়কের মতো পথ দেখালেন তামিম ইকবাল। রানের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। আর দলকে টেনে তোলেন কাইল মায়ার্স। টপঅর্ডারের এমন দারুণ ভূমিকায় বড় পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল। তাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে রংপুর।

এক দিন বিরতির পর আজ বৃহস্পতিবার মাঠে ফিরে বিপিএল। দিনের প্রথম ম্যাচে সিলেটে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৭ রান তুলেছে তামিম ইকবালের দল। ২৯ বলে ৬১* রান করেন মায়ার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটিতে বড় পুঁজির ভিত পায় বরিশাল। ১০ ওভারেই উঠে বিনা উইকেটে ৮০ রান। টানা ব্যর্থতার পর রানের দেখা পান শান্ত, ১০.১ ওভারে ফেরার আগে করেন ৩০ বলে ৪১।

একই ওভারের শেষ বলে ফেরেন তামিম ইকবালও। আউট হোন ৩৪ বলে ৪১ করে। তবে মায়ার্স ও তাওহীদ হৃদয় ধরেন হাল। হৃদয় ১৮ বলে ২৩ রানে ফেরার আগে জুটিতে যোগ করেন ৩৫ বলে ৫৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য তেমন রান পাননি (২)।

তবে শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে ৯ বলে আরো রান যোগ করেন মায়ার্স। আশরাফ থামেন ৬ বলে ২০ করে। মায়ার্স অপরাজিত থাকে ১ চার আর ৭ ছক্কায় ৬১ রান নিয়ে।

কামরুল ইসলাম নেন ২ উইকেট। আকিফ জাবেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement