আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গাপটিল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:১৫
থেমে গেলেন মার্টিন গাপটিল। বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। দেশের হয়ে ৩৬৭ ম্যাচ খেলার অর্জন অবসরে গেলেন নিউ জিল্যান্ডের এই তারকা ব্যাটার।
বয়স হয়ে গেছে ৩৮। জাতীয় দলে নেই দুই বছরের বেশি সময় ধরে। সব মিলিয়ে শেষের ডাক শুনতে পাচ্ছিলেন মার্টিন গাপটিল। সেই ডাকেই যেন সাড়া দিলেন তিনি। গতকাল (বুধবার) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি।
এক বিবৃতিতে গাপটিল বলেন, ‘ছোটবেলায় নিউজিল্যান্ডের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল এবং দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরে আমি নিজেকে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান ও গর্বিত মনে করি। দারুণ একদল খেলোয়াড়ের সঙ্গে জাতীয় দলের জার্সি পরার স্মৃতি আমি চিরকাল মনে রাখব।’
২০০৯ সালে অভিষেক হওয়া গাপটিল ১৯৮ ওয়ানডে ও ১২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। যেখানে ১৮ সেঞ্চুরি, ৩৯ ফিফটি ও ৪১.৭৩ গড়ে ওয়ানডেতে রান করেছেন তিনি ৭ হাজার ৩৪৬। ওয়ানডেতে দেশের হয়ে ডাবল সেঞ্চুরিয়ানও গাপটিল (২৩৭)।
টি-টোয়েন্টিতে ৩১.৮১ গড় ও ১৩৫.৭০ স্ট্রাইক রেটে গাপটিলের রান ৩ হাজার ৫৩১। যা কিউইদের হয়ে সর্বোচ্চ। আছে ২ সেঞ্চুরির সাথে ফিফটি ২০টি। আর ৪৭ টেস্টে ২৯.৩৮ গড়ে করেন ২৫৮৬। সেঞ্চুরি আছে তিনটি।
ওয়ানডে সংস্করণে কিউইদের হয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল দুইজনের, রস টেইলরেট ৮৬০৭ ও স্টিভেন ফ্লেমিংয়ের ৮০০৭। আর তাত ১৮ সেঞ্চুরি ওয়ানডেতে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২১ সেঞ্চুরি নিয়ে উপরে টেইলর।
ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান গাপটিল। ২০১৫ বিশ্বকাপের শেষ আটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা