১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

দ্বিতীয় পরীক্ষাতেও ফেল সাকিব, তবুও অপেক্ষায় বিসিবি

সাকিব আল হাসান। - ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন থেকে সাকিব আল হাসান এখন ফেরারি আসামি। হত্যা মামলার খড়গ ঝুলছে তার মাথায়। ফিরতে পারছেন না দেশে। এর মাঝে আরও সীমাবদ্ধতা চেপে ধরছে তাকে, বোলিং করতে পারছেন না সাকিব।

ক্যারিয়ারের শেষ সময়ে এসে বোলিং নিয়ে ভাবতে হচ্ছে সাকিব আল হাসানকে। প্রশ্নবিদ্ধ তার বোলিং অ্যাকশন। বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ফলে ভীষণ চাপে সাকিব, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

আসছে চ্যাম্পিয়নস ট্রফি হবে দেশের বাইরে। সাকিবের খেলার কিছুটা সুযোগ থাকছেই। কিন্তু সে ক্ষেত্রে বোর্ডের অবস্থান ও বোলিং অ্যাকশন পরীক্ষার ফলের উপর অনেক কিছু নির্ভর করছে। তবে তার জন্য খুব বেশি সময়ও হাতে নেই৷

১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। তার আগে দল ঘোষণার বাকি আর ৩-৪ দিন। তবে এখনো অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে বিসিবিকে। যেখানে সাকিব ইস্যুটাও বড় হয়ে দাঁড়িয়েছে।

সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই। এর মাঝে বুধবার জানা গেছে, দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি তিনি। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা ফিয়েও বোলিং বৈধতার ছাড়পত্র পাননি।

এমতাবস্থায় সাকিবের ব্যাপারের নির্বাচকদের কাছে বার্তাটা কী? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজি আশরাফ লিপু জানান, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। আমরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি, তিনি অ্যাভেইলেবল আছেন কি না। এখনো আমরা উত্তর পুরোপুরি পাইনি।’

তবে সাকিবকে পেতে আগ্রহী লিপু। তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতেও রাজি তিনি। শোনা যাচ্ছে, তিনি আবার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেটার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি এক–দুই দিনের মাঝে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।


আরো সংবাদ



premium cement