পিএসএলে বাংলাদেশী ক্রিকেটাররা যে ক্যাটাগরিতে আছেন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৯
পিএসএলের এবারের ড্রাফটে বেশ আধিপত্য বাংলাদেশের ক্রিকেটারদের। ৮ এপ্রিল থেকে মাঠে গড়ানো এই আসরে দেখা যেতে পারে একঝাঁক বাংলাদেশী। বিভিন্ন ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার।
আগামী সোমবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে লাহোর ফোর্টে। পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ বেলুচিস্তানে ড্রাফট হবার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিএসএলে বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশী ক্রিকেটার পাঁচ ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। এবার সেই ক্রিকেটারদের তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রকাশিত তালিকায় দেখা যায় প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৮ বাংলাদেশী। আর সিলভার ক্যাটাগরিতে আছেন ২১ জন।
প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ৮ জন হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।
আর সিলভার ক্যাটাগরিতে আছেন শরিফুল ইসলাম, আফিফ হোসেন, আকবর আলী, আলিস ইসলাম, এনামুল হক বিজয়, আরিফুল ইসলাম, জাকের আলী অনিক, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শহিদুল ইসলাম, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী ও জাকির হাসান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা