০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা

থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা - সংগৃহীত

মাহেশ থিকসানার হ্যাটট্রিকেও শেষ রক্ষা হলো না শ্রীলঙ্কার। হেমিল্টনে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে তারা। বিপরীতে বড় জয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বুধবার তাদের জয় ১১৩ রানে।

রান প্রসবা হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৩৭ ওভারে ৯ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড তোলে ২৫৫ রান। জবাবে ৩০.২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় কিউইরা।

দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে থিকশানার; শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তিনি। এর আগে তিনবার লাসিথ মালিঙ্গা, দু’বার চামিন্দা ভাস ও একবার হ্যাটট্রিকের স্বাদ পান দিলশান মাদুশঙ্কা থেকে।

লঙ্কান অফ স্পিনার হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে। যার শুরুটা ৩৫তম ওভারের শেষ দুই বলে। ওভারের পঞ্চম বলে মিচেল স্যান্টনারকে ফেরানোর পরের বলে নাথান স্মিথ ও ৩৭তম ওভারের প্রথম বলে ফেরান ম্যাট হেনরিকে।

বুধবার অবশ্য আসল কাজটা আগেই করে দেন রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইল ইয়াং ফেরার পর দু’জনে গড়েন ৯১ বলে ১১২ রানের জুটি। ৬৩ বলে ৭৯ রান করেন রবীন্দ্র আর চ্যাপম্যান ৫২ বলে ৬২ রান।

ইনিংস বড় করতে না পারলেও ডেরিয়েল মিচেলের ৩৮ বলে ৩৮, গ্লেন ফিলিপসের ২৬ বলে ২২ ও মিচেল সান্টনারের ১৫ বলে ২০ রান দলকে এগিয়ে দেয় অনেকটাই। থিকসানা ৪ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন জোড়া উইকেট।

জবাবে মাত্র ২২ রান করতেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। তবে পঞ্চম উইকেট জুটিতে কামিন্দু মেন্ডিস ও জানিত লিয়ানেগে মিলে ৫৭ রানের জুটি গড়েন। লিয়ানাগে ২২ করে ফিরলে বিক্রমসিংহের সাথে মিলে আরো ৪৭ রান যোগ করেন কামিন্দু।

ফিফটি তুলে নেন কামিন্দু মেন্ডিস। তার ফিফটিতে ভর করেও কোনোরকমে ১৪২ রান তুলে শ্রীলঙ্কা। এই জুটি ভাঙার পর ১৬ রানেই শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। উইলিয়াম ও’রুর্ক ৩ ও জ্যাকব ডাফি নেন জোড়া উইকেট।


আরো সংবাদ



premium cement
বাবার জীবন বাঁচাতে ৬০ শতাংশ লিভার দিলেন মেয়ে নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলসের দাবানল, মৃত্যু ৫ ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব, হিলি-বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা রাজধানীতে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার বাংলাদেশে অর্থায়ন দ্বিগুণ করতে আগ্রহী ইআইবি ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার জাতীয় দলে ফিরতে সময় চেয়েছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গাপটিল রংপুরে পতিতাবৃত্তির পাশাপাশি ভিডিও তুলে করা হতো ব্লাকমেইলিং চুয়াডাঙ্গায় মাটি কাটার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা দ্বিতীয় পরীক্ষাতেও ফেল সাকিব, তবুও অপেক্ষায় বিসিবি

সকল