০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

আলোচনায় উইকেট কিপার নাজমুল হোসেন শান্ত

- ছবি : সংগৃহীত

গতরাতে বিপিএলে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বরিশাল। তবে ম্যাচ ছাপিয়ে এইদিন আলোচনায় নাজমুল হোসেন শান্ত। নতুন ভূমিকায় দেখা মেলেছে বাংলাদেশ অধিনায়কের।

মঙ্গলবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৮.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় সিলেট। জবাবে কাইল মায়ার্সের ৩১ বলে ৫৯* রানের ঝড়ো ইনিংসে ১০.৩ ওভারেই জয় পায় বরিশাল। ২৭ বলে ৪৮ রান করেন মুশফিক।

এই ম্যাচেও রান পাননি জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক ম্যাচ পর দলে ফিরেও দারুণ কিছু করা হয়নি। তানজিম সাকিবের শিকার হবার আগে ৩ বলে করেন ৪ রান।

ব্যাট হাতে রান পেলেও শান্ত নজর কেড়েছেন এই ম্যাচে। নজর কেড়েছেন উইকেট কিপিং দিয়ে! অবিশ্বাস্য হলেও সত্য, গতরাতে গ্লাভস হাতে উইকেট কিপিং করেন শান্ত। তবে বদলি নয়, ম্যাচের পুরো সময় জুড়েই ছিলেন এই দায়িত্বে।

শান্ত’র কিপিং করার কারণ আনুষ্ঠানিকভাবে দল থেকে এখনও বলা না হলেও বুঝে নিতে সমস্যা হওয়ার কথাও নয়। ঢাকা পর্বের শেষ ম্যাচে চোট পাওয়া মুশফিকুর রহিম সিলেট পর্বের প্রথম ম্যাচে কিপিং করতে পারেননি।

এইদিন একাদশে ছিলেন তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে। ওই ম্যাচের একাদশে রাখা হয় কিপার প্রিতম কুমারকে। একজন কিপারকে জায়গা দিতে সেদিন একাদশের বাইরে থাকতে হয় শান্তকে। তবে প্রিতম ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেনি।

দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিংয়ে ওপেন করেও সুযোগ কাজে লাগাতে পারেননি প্রিতম। এই ম্যাচ তাই ব্যাটসম্যান শান্তকে ফিরে পাওয়ার কৌশলে তাকে কিপারও বানিয়ে দেওয়া হয়।

শান্তকে সবাই চেনে একজন স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেই। মাঝেমধ্যে অবশ্য তাকে বোলিং করতেও দেখা যায়। তবে উইকেট কিপার হিসেবে দেখা যায়নি স্বীকৃত ক্রিকেটে কখনো। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটেও এমন অভিজ্ঞতা ছিল না তার।


আরো সংবাদ



premium cement