০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ধীর গতির ওভার রেটের জন্য পাকিস্তানের শাস্তি

ধীর গতির ওভার রেটের জন্য পাকিস্তানের শাস্তি - ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ১০ উইকেটের পরাজয়ের ম্যাচে ধীর গতির ওভার রেটের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ (ডব্লিউটিসি) থেকে পাকিস্তানের পাঁচ পয়েন্ট কর্তনের পাশাপাশি ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

নির্ধারিত ওভারের থেকে পাঁচ ওভার কম করার কারণে এই শাস্তির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তির বিষয়টি নির্ধারণ করেছেন। অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন, থার্ড আম্পায়র এ্যালেক্স ওয়ার্ফ ও ফোর্থ আম্পায়ার স্টিফেন হ্যারিস মিলে পাকিস্তানের বিপক্ষে অভিযোগ উত্থাপন করেছেন।

পাকিস্তানী অধিনায়ক শান মাসুদ অভিযোগ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

নির্ধারিত লক্ষ্যের থেকে প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা যাবে। ২০২৩-২০২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রে এটি পাকিস্তানের তৃতীয় পয়েন্ট কর্তন। ২০২৩ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের দুই পয়েন্ট কাটা হয়েছিল। এরপর ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কাটা হয় ছয় পয়েন্ট।

এর ফলে ২০২৩-২০২৫ চক্রে ১২ টেস্টে সম্ভাব্য ৪৮ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহে থাকলো ৩৫ পয়েন্ট।

সাম্প্রতিক এই পয়েন্ট কর্তনে ডব্লিউটিসি টেবিলে পাকিস্তানের পজিশনেও প্রভাব পড়েছে। ২৭.৭৮ শতাংশ পয়েন্ট থেকে পাকিস্তানের বর্তমান সংগ্রহ ২৪.৩১ শতাংশ। এখনো তারা টেবিলের অষ্টম স্থানে রয়েছে। তবে পয়েন্টের শতাংশ ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অল্প কিছু উপরে রয়েছে। ক্যারিবীয়দের সংগ্রহে রয়েছে ২৪.২৪ শতাংশ পয়েন্ট। এখন পর্যন্ত ধীর গতির ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজের কোনো পয়েন্ট কাটা যায়নি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জ্বালানি সঙ্কটে গাজার নাসের হাসপাতাল বন্ধ ঘোষণা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা, আহত ৫ বাটা ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগই নেই : জাস্টিন ট্রুডো উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু গাংনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত মাদরাসা অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব গোলাপগঞ্জে কুখ্যাত গেদন ডাকাত আটক যেখান থেকে ‘অ্যাভাটারের’ অনুপ্রেরণা আসে

সকল