ঢাকাকে ধসিয়ে দিলো রংপুর, জয়ের জন্য পেল সহজ লক্ষ্য
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:১১, আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯
টানা তিন হারের ধাক্কা সামলাতে আজ একাদশে ছয় পরিবর্তন আনে ঢাকা ক্যাপিটালস। একাদশে আসেন জেসন রয়, হাবিবুর রহমান, সাব্বির রহমান, মোসাদ্দেক সৈকতরা। তবে ব্যাট হাতে প্রত্যাশা পূরন করতে পারেননি তাদের কেউ। ঢাকাও পায়নি প্রত্যাশিত পুঁজি।
বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। যেখানে টসে হের আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়ে রাজধানীর দলটা। ১৬ দশমিক ৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১১ রানে।
ঢাকার হয়ে সর্বোচ্চ ২০ রান আসে তানজিদ তামিমের ব্যাটে। ১৮ রান করেন জেসন রয়। আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রান তৃতীয় সেরা। বল হাতে জ্বলে উঠেন নাহিদ রানা, ২১ রানে নেন ৩ উইকেট। জোড়া উইকেট নেন খুশদিল শাহ ও আকিভ জাভেদ।
অবশ্য শুরুটা ভালো হয়েছিল ঢাকার। পাওয়ার প্লের শেষ ওভারে শেখ মেহেদীর শিকার হয়ে রয় ফেরার আগে ৫৪ রান আসে স্কোরবোর্ডে। ইনিংস উদ্বোধন করতে নেমে হাবিবুর রহমান সোহান ফেরেন ১৪ রান করে।
তিনে নামা তানজিদ তামিম আউট হতেই ধস নামে ইনিংসে। খুশদিল শাহ পরপর দুই বলে ফেরান সাব্বির রহমান ও থিসারা পেরারাকে। আসরে প্রথমবার বিপিএল খেলতে নেমে সাব্বির করেন ৭ বলে ২, থিসারা আউট হোন গোল্ডেন ডাক মেরে।
আসরে প্রথমবার খেলতে নামা আরেক ক্রিকেটার মোসাদ্দেক ১ ছক্কায় করেন ৯ বলে ১২। বাকিরা কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা