তামিমের বিধ্বংসী ইনিংসে বরিশালের বড় জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ২২:০৯, আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ২২:৩৭
জ্বলে উঠলেন তামিম ইকবাল। অধিনায়কের বিধ্বংসী ইনিংসে দুর্বার রাজশাহীকে হেসেখেলেই হারিয়েছে ফরচুন বরিশাল। তাতে এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তামিম ইকবাল ৪৮ বলে করেন অপরাজিত ৮৬* রান।
বিপিএলে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করে ১৬৮ রানের পুঁজি পায় রাজশাহী। জবাবে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল।
রাজশাহীর দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি। নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে একাদশে আনা প্রীতম কুমার ভালো করতে পারেননি, ফেরেন ৯ বলে ৩ করে।
তবে ছোট ছোট জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন বরিশালের তামিম। প্রথমে মায়ার্সের সাথে ৪১ ও এরপর হৃদয়ের সাথে ৪০ রানের জুটি গড়েন তিনি। মায়ার্স ১১ বলে ২৪ ও তাওহীদ ফেরেন ১৩ রান করে।
তবে পাঁচে নেম্ব মুশফিকুর রহিম দলকে জিতিয়ে ফেরেন তামিমের সাথে মিলে। অধিনায়কের সাথে ৭৬ রানের অপরাজিত জুটি করে দলকে জেতান তিনি। মুশফিক অপরাজিত থাকেন ২৪ বলে ৩৪ রানে। রাজশাহীর হয়ে দুইটি উইকেট নেন মোহর শেখ।
এর আগে জিসান আলমের ২৭ বলে ৩৮, এনামুল হক বিজয়ের ৩৯ ও ইয়াসির আলির ২৩ বলে ৩৭ রানে ১৬৮ রানের পুঁজি পায় রাজশাহী। মোহাম্মদ হারিস ২২ ও আকবর আলি করেন ৯ বলে ১৫ রান।
২ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ফাহিম আশরাফ নেন ১ উইকেট। একটি উইকেট পেয়েছেন তানভীর ইসলামও।