রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ২১:১৪
স্পিনার রশিদ খানের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তান ৭২ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।
বুলাওয়েতে আফগানিস্তানের ছুঁড়ে দেয়া ২৭৮ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২০৫ রান করেছিল জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ ২ উইকেটে আরো ৭৩ রান প্রয়োজন ছিল তাদের।
পঞ্চম ও শেষ দিন বাকি ২ উইকেটে কোন রানই তুলতে পারেনি জিম্বাবুয়ে। ১৩ মিনিট ও ১৫ বলের ব্যবধানে শেষ দু’ উইকেট হারিয়ে ২০৫ রানেই গুটিয়ে যায় তারা।
এ নিয়ে টেস্টে চতুর্থ জয়ের স্বাদ পেল আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়েছিল আফগানরা।
প্রথম ইনিংসে ৯৪ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রশিদ। ৩৯২ রান করে সিরিজ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।
টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানিস্তান ও জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ২-১ ও ওয়ানডে ২-০ ব্যবধানে জিতেছিল আফগানরা।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা