০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নারী দল ঘোষণা

এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) - ছবি : বাসস

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সবগুলো ম্যাচই সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

এ সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার।

১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। এ সিরিজটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজটি অনেক বেশি গুরুত্ব বহন করছে।

এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাকে ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগ্রেসরা। দু’দলের শক্তি বিবেচনায় বাংলাদেশের জন্য কাজটি কঠিন হবে।

ওয়ানডে সিরিজের পর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আকতার মেঘলা, মারুফা আকতার।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement