০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

বিপিএলে ছক্কার নতুন রেকর্ড

রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স ম্যাচে সর্বমোট ছক্কা হয়েছে ৩১টি - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচে সর্বমোট ছক্কা হয়েছে ৩১টি। বিপিএল-এর ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এটি।

এর আগে, সর্বোচ্চ ২৯টি ছক্কা হয়েছে দু’বার, দু’ ম্যাচে। ২০২৩-২৪ মৌসুমে চট্টগ্রামের ভেন্যুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে ২৯টি ছক্কা হয়েছিল।

এবার চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুরে ২৯ ছক্কা হাঁকায় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ওই দু’ ম্যাচের নজির ভেঙে এবার বিপিএল-এর এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়লো রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। তাদের ইনিংসে ১৬টি ছক্কা ছিল।

জবাবে ইংল্যান্ডের এ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে এক ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ২১০ রান তুলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। এই ইনিংসে ১৫টি ছক্কা মারেন রংপুরের ব্যাটাররা।

ম্যাচে সর্বোচ্চ সাতটি করে ছক্কা মারেন হেলস ও সাইফ হাসান। ১০টি চার ও সাতটি ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন হেলস। তিনটি চার ও সাতটি ছক্কায় ৪৯ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাইফ। দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১৮৬ রানের জুটিতে রংপুরের জয়ে বড় অবদান রাখেন হেলস ও সাইফ।

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার তালিকা

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স- ৩১ ছক্কা, সিলেট, ২০২৪-২০২৫

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ২৯ ছক্কা, চট্টগ্রাম, ২০২৩-২০২৪

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী- ২৯ ছক্কা, মিরপুর, ২০২৪-২০২৫

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস- ২৭ ছক্কা, মিরপুর, ২০১২-২০১৩

ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স- ২৭ ছক্কা, চট্টগ্রাম, ২০২২-২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স- ২৭ ছক্কা, সিলেট, ২০২২-২০২৩

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement