০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট

রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট - সংগৃহীত

ঢাকা পর্বের রানবন্যার পর লাক্কাতুরায় আরেকটা রানবন্যার প্রত্যাশাই ছিল দর্শকদের। সেই প্রত্যাশা বেশ ভালোই মেটালেন রনি, জাকির, জাকেররা। নাহিদ রানা, আকিফ জাভেদদের বেশ ভালোই শাসন করেছেন তারা।

সোমবার সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ তোলে তারা। ফিফটি হাঁকান রনি তালুকদার ও জাকির হাসান।

সিলেটকে এদিন শুভসূচনা এনে দেন রনি তালুকদার-জর্জ মানসি জুটি। পাঁচ ওভারে ৪৭ রান তোলার পর এই জুটি ভাঙে। ১৮ করে আউট হোন মানসি। রনি ততক্ষণে ঝড় তুলতে শুরু করেন।

প্রথমে দেখেশুনে খেললেও খানিকবাদে সেই ঝড়ে যোগ দেন জাকির। দলকে ৮৮ রানে রেখে নবম ওভারে আউট হোন রনি। ফেরার আগে ৩২ বলে ৫৪ রান করেন তিনি।

রনির বিদায়ের পর পল স্টার্লিং ক্রিজে আসেন। তবে থিতু হতে পারেননি (১৬)। তবে অ্যারন জোনসের সাথে জমে উঠে জাকিরের জুটি। ১৮.৩ ওভারে জাকির ৩৮ বলে ৫০ করে ফিরলে থামে যুগলবন্দী।

তবে শেষ ওভারে জোন্স ও জাকের আলি মিলে তুলেন ২৭ রান। আকিফ জাভেদকে ৩টা ছক্কা মারেন জাকের, ১টা মারেন জোন্স। তাতে দুই শ’ পেরোয় সিলেটের সংগ্রহ। ২ উইকেট নেন সাইফউদ্দিন।


আরো সংবাদ



premium cement