মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা, এসেছেন সাইদ আজমলও
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
শক্তিশালী দল গড়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত তলানিতে ঢাকা ক্যাপিটালস। ঘরের মাঠে প্রথম পর্বে হেরেছে সবগুলো ম্যাচ, অপেক্ষায় প্রথম জয়ের। টানা হারের ধকল সামলাতে এবার মোসাদ্দেক হোসেনের শরণাপন্ন ঢাকা।
বিপিএলের পরিচিত মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। একাধিক আসরে নেতৃত্বও দিয়েছেন তিনি। ঘরোয়া লিগেরও নিয়মিত পারফর্মার তিনি। তবে অবাক করা বিষয়, এবারের প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
তবে প্রথম সপ্তাহ শেষে সিলেট পর্বের শুরুতে দল পেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার দলে যোগ দিয়েছেন তিনি, শুরু করেছেন অনুশীলন।
স্কোয়াড থেকে শুরু করে একাদশ সাজানো নিয়ে শুরু থেকেই সমালোচিত হয়েছে ঢাকা। বিদেশী মানহীন ক্রিকেটারদের রাখা হচ্ছে মূল একাদশে। তবে সম্ভাবনাময়ী দেশী ক্রিকেটারদের সুযোগ না পাওয়া নিয়েও রয়েছে সমালোচনা।
হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়াররা বসে আছেন বেঞ্চে। এর মাঝে আবার মোসাদ্দেকের অন্তর্ভুক্তি, ফলে একাদশ সাজানো নিয়ে নতুন করে ভাবতে হবে ঢাকার ম্যানেজমেন্টকে।
সেই ভাবনায় নতুনত্ব আনতে গতকাল ঢাকা মেন্টর হিসেবে উড়িয়ে এনেছে সাইদ আজমলকে। ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। এর আগে ঢাকার হয়ে বিপিএল খেলেছেন এই পাকিস্তানি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা