০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

উত্তপ্ত বিসিবি, হেনস্থার শিকার ফাহিম

ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম - সংগৃহীত

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রমশ বাড়ছে অস্থিরতা। বেড়িয়ে আসছে একের পর এক অস্বস্তিকর খবর। এবার হেনস্থার শিকার হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

রোববার দুপুর থেকেই ক্রিকেট পাড়ায় ছড়াতে থাকে, বোর্ড সভাপতি ফারুক আহমেদ কর্তৃক পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে হেনস্থার খবর। শোনা যাচ্ছিল, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমের সাথে দুর্ব্যবহার করেন ফারুক।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারছিলেন না কেউ।। অবশেষে নাজমুল আবেদীন নিজেই জানালেন তার সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহারের কথা। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ফাহিম বিষয়টি নিশ্চিত করেন।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

তিনি বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট এমন একটা কমেন্ট করেছেন, যা শুনে আমি খুব অবাক হয়েছিলাম। আমি আশা করিনি এমন একটা কমেন্ট এবং সেটা অনেকগুলা মানুষের সামনেই। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিলেন, অন্যান্য বোর্ড ডিরেক্টররা ছিলেন।’

এই সময় বোর্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেন ফাহিম। তিনি মনে করেন, বোর্ডের বাইরে থেকে কাজ করার স্বাধীনতা হয়তো বেশি, যা বোর্ডের ভেতরে থেকে সম্ভব নয়।

ফাহিম বলেন, ‘আমার মনে হয় বোর্ডে না থাকলেই ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’

ফাহিমের কথায়, পরিষ্কার স্বাধীনতা না পেলে বিসিবির পদে থাকতে চান না তিনি।

তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ফারুক।

এদিকে, চার মাসের বেশি সময় হলেও এখনো ঘোষণা করা হয়নি বিসিবির স্ট্যান্ডিং কমিটি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে ফারুক আহমেদের পরিকল্পনা নিয়ে।

এদিকে কিছুদিন আগে বিপিএলে চলাকালীন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠে যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রেস সচিব মাহফুজুল আলমের বিরুদ্ধে।


আরো সংবাদ



premium cement
বেনাপোল দিয়ে পণ্য রফতানিতে ১১ শর্ত লেবানন থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বান কর্তৃপক্ষের সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম নারীকে হিন্দু দাবিতে প্রচার বাড়ি ফিরে মাকে চুমু খেতেন রিফাত, প্রতিদিন ডুকরে কাঁদেন মা ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলায় যোগ দিল আয়ারল্যান্ড বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে ‘গণজমায়েত’ শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাঁপছে দেশ হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল রিমান্ডে

সকল