০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

পারলো না ভারত, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা

পারলো না ভারত, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা - সংগৃহীত

পারলো না ভারত। বিরাট কোহলিদের হতাশ করে টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া। লর্ডসের ফাইনালে ১১ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

জিতলেই ফাইনাল, এমন সমীকরণ সামনে রেখে বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে সিডনিতে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। যেখানে ৬ উইকেটের জয় পায় অজিরা, সেই সাথে ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল তারা।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে সবশেষ ২০১৪-১৫ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতে দু’টি ও অস্ট্রেলিয়ায় দু’টি, টানা চারটি সিরিজ জিতে ভারত। অবশেষে দেশের মাঠে ট্রফি পুনরুদ্ধার করলেন কামিন্সরা।

রোববার ৬ উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ভারত আর যোগ করতে পারে কেবল ১৬ রান। জাদেজা (১৩) ও ওয়াশিংটন সুন্দরকে (১২) ফেরান অস্ট্রেলিয়ান অধিনায়ক। সব মিলিয়ে ইনিংসে ৩ উইকেট তারা।

অন্যদিকে আগের দিনের ৪টির সাথে আজ আরো ২টি উইকেট যোগ করেন স্কট বোল্যান্ড। সব মিলিয়ে ইনিংসে ৬ উইকেট নিয়ে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেটের স্বাদ পান তিনি। স্বীকৃতি স্বরূপ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

ফাইনালের টিকিটের জন্য মামুলি ১৬২ রানের টার্গেট পায় স্বাগতিকেরা। বুমরাহবিহীন ভারতের বোলিং অ্যাটাক ৪ উইকেট তুলে নিলেও খুব বড় হুমকি হয়ে উঠতে পারেনি। সহজ জয়েই চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও বর্ডার-গাভাস্কার ট্রফি জেতে অজিরা।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়া ৫৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ; তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিধ কৃষ্ণা। স্যাম কনস্টাস ২২, মার্নাস লাবুশেন ও স্মিথ যথাক্রমে ৬ ও ৪ রান করে ফেরেন।

জয়ের জন্য তখনো ১০৪ রান বাকি অজিদের। তবে উসমান খাজা সব সামলে নেন। যদিও জয় নিশ্চিত করে ফেরা হয়নি তার, আউট হোন ৪১ রানে। এরপর ট্রাভিস হেড ও ওয়েবস্টারের ৫৮ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। হেড ৩৪ ও ওয়েবস্টার ৩৯ রান করেন।


আরো সংবাদ



premium cement