০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো - ছবি : সংগৃহীত

সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে যা কিছু অর্জন করেছেন তার থেকেও আরো বেশি শিরোপা জয়ের জন্য নিজেকে ক্ষুধার্ত দাবি করেছেন সিআর সেভেন।

পর্তুগালের অধিনায়ক সম্প্রতি গ্লোব সকার এ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি টান্সফার সুবিধায় আল নাসরেতে যোগ দেবার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৮৩ ম্যাচে করেছেন ৭৪ গোল।

রিয়াদের সময়টাতে আলোকপাত করে ৩৯ বছর বয়সী রোনালদো স্থানীয় মিডিয়া চ্যানেলে বলেছেন, ‘আমি এখানে এসে অত্যন্ত খুশি। আমার পরিবারও খুশি। সুন্দর এই দেশে আমরা একটি নতুন জীবন শুরু করেছি। জীবন সুন্দর, ফুটবলও সুন্দর। ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে বলতে গেলে আমরা এখনো লড়াইয়ে টিকে আছি, আমরা এখনো উন্নতি করছি।’

ক্যারিয়ারে ৯ শ’রও বেশি গোল করা রোনালদো আন্তর্জাতিক অঙ্গনেও সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন। এখানে আসার পর থেকে সৌদি পেশাদার লিগ সঠিক পথে এগিয়ে চলছে বলে রোনালদো বিশ্বাস করেন, ‘আমার কাছে মনে হয় একটি লিগ উন্নতির পথে থাকলে সেটা অবশ্যই সম্মানের। এই লিগটিকে আরো উন্নত, আরো আকর্ষণীয় করতে অনেক তারকা খেলোয়াড়ই এখানে আসছে। আমি যেহেতু প্রথম খেলোয়াড় হিসেবে এখানে এসেছি সে কারণে আমার অর্জনটাও ভিন্ন। কিন্তু আমি আগামী পাঁচ অথবা ১০ বছরে এই লিগের আরো উন্নতি দেখার জন্য মুখিয়ে আছি। শুধু প্রথম দল নয়, একাডেমির দলগুলোও যেন উন্নতি করে। শুধু সৌদি খেলোয়াড় কিংবা লিগের ভবিষ্যতের জন্য নয়। বিশ্বের অন্যান্য লিগের সাথে সমান তালে লড়াই করারও জন্য এর উন্নতির প্রয়োজন। এটাই আমরা স্বপ্ন। এভাবেই আমি এই দেশের ফুটবলকে সহযোগিতা করার চেষ্টা করে যাব। সবাই রোনালদোকে যেন একটি উদাহরণ হিসেবে দেখতে পারে। শুধু মাঠের রোনালদো নয়, মাঠের বাইরেও এদেশের ফুটবলের উন্নয়নে আমি ভূমিকা রাখতে চাই।’

২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ের মাধ্যমে রোনালদো আল নাসরের জার্সিতে একটি শিরোপা জয় করেছেন। গত মৌসুমে লিগ শিরোপা জয়ে তার দল ব্যর্থ হলেও পুরো মৌসুমে সৌদি পেশাদার লিগের রেকর্ড ৩৫ গোল করেছিলেন।

রোনালদো আরো বলেন, ‘একটি দল যখন শিরোপা জিতে তখন তাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। এখানে আসার পর প্রথম শিরোপা জয়ের অনুভূতি ছিল সত্যিই বিশেষ কিছু। কিন্তু আমি আরো চাই। ধারাবাহিকতা বজায় রেখে এই ক্লাবকে আরো বেশি শিরোপা উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি এই বছরটি আল নাসরের অনেক ভালো যাবে।’

লিগ টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আল নাসর বর্তমানে সৌদি পেশাদার লিগে চতুর্থ স্থানে রয়েছে। পর্তুগীজ তারকা বলেছেন, ‘আল হিলাল ও আল ইত্তিহাদের মতো দলের বিপক্ষে লড়াই করাটা সত্যিই কঠিন। কিন্তু এখনো আমরা লড়াইয়ে টিকে আছি, এখনো প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছি। ফুটবল এমনই। এখানে ভালো ও খারাপ মুহূর্ত আসবেই। আমার কাছে সবসময়ই একটি বিষয় গুরুত্ব পায়, সেটা হলো পেশাদারীত্ব। ক্লাবের প্রতি শ্রদ্ধা রেখে, নিজের চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে, সকলের উপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে।

এই ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে চাই। তবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেশাদার মনোভাব বজায় রাখা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
দেবীগঞ্জ সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১ বছরে দুর্ঘটনায় নিহত ৫১, আহত শতাধিক ‘ঐক্য নষ্ট হলে আধিপত্যবাদী শক্তি লাভবান হবে’ ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০ কক্সবাজারে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ মির্জা ফখরুলের সাথে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের বৈঠক ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে : ইশরাক রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল-আরোহী নিহত ৬ ব্যাংকের নিরীক্ষায় বিদেশী প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস, তার স্ত্রী ও ছেলেসহ ২০০ জনের নামে মামলা

সকল