০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কেপটাউনে রিকেলটনের দাপট

- ছবি : নয়া দিগন্ত

কেপটাউন টেস্টের প্রথম দিনেই বড় সংগ্রহের আভাস দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের জোড়া সেঞ্চুরিতে ছুটছে তারা। রিকেলটন রয়েছেন দ্বিশতকের পথে। প্রোটিয়ারাও অপেক্ষায় রানপাহাড়ে উঠতে।

শুক্রবার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টসে জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। দিন শেষ হবার আগে ৪ উইকেটে ৩১৬ রান তুলে তারা।

উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটনের জুটিতে যোগ হয় ৬১ রান। ১৭ রান নিয়ে মার্করাম ফিরলে ভাঙলে জুটি। দ্রুত ফেরেন ওয়েইন মুল্ডার (৫) ও ট্রিস্টান স্টাবস (০)।

৭২ রানে ৩ উইকেট পতনের হাল ধরেন রিকেলটন ও টেম্বা বাভুমা। দু’জনের জুটিতে যোগ হয় ২৩৫ রান। যেকোনো উইকেটে প্রোটিয়াদের এটা চতুর্থ সর্বোচ্চ জুটি। ১৭৯ বলে ১০৬ রান করে আগা সালমানের শিকার হন বাভুমা।

তবে থামানো যায়নি রিকেলটনকে। ২৩২ বলে ১৭৬ রান নিয়ে দিন শেষ করেছেন তিনি। দ্বিতীয় দিনে আছে তার দ্বি শতকের হাতছানি। আগা সালমান নেন ২ উইকেট।

এদিকে ৬.২ ওভারের সময় রিকেলটনের একটি চার ফেরাতে গিয়ে পড়ে গোড়ালিতে মোচড় খান সাইম আইয়ুব। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক্সরে ও এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে, সাইম এই ম্যাচে আর খেলতে পারবেন না। ফলে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল