ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো খুলনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১৬
আগের ম্যাচের মতো দুই শ' পেরোতে না পারলেও চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে খুলনা টাইগার্স। লোয়ার অর্ডারের দারুণ দৃঢ়তায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছে তারা।
নাইম শেখ আর উইলিয়াম বসিস্তোর ব্যাটে শুরু থেকেই ঢাকাকে চেপে ধরে খুলনা। তবে ৪ দশমিক ৫ ওভারে নাইম শেখ আউট হলে চাপে পড়ে যায় তারা। বসিস্তো ১২ দশমিক ৪ ওভার পর্যন্ত টিকে থাকলেও রানে গতি আনতে পারেননি। ফেরেন ২৮ বলে ২৬ করে।
মাঝে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে খুলনা। আফিফ হোসেন (১), ইবরাহীম জাদরান (৫), মেহেদী মিরাজ (৮) ও মোহাম্মদ নাওয়াজ আউট হোন ৫ করে। ৯৬ রানে ৬ উইকেট হারায় তারা।
সেখান থেকে দলকে টেনে তুলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান। দু’জনে সপ্তম উইকেটে যোগ করেন ২৯ বলে ৪৩ রান। জিয়াউর ফেরেন মোস্তাফিজের শিকার হয়ে ১৫ বলে ২২ করে। মাহিদুলও ইনিংস শেষ করে আসতে পারেননি। ফেরেন ২২ বলে ৩২ করে।
তবে শেষ ওভারে আবু হায়দার রনি ঝড় তুলেন। শিভাম রঞ্জনকে ৩ ছক্কা হাঁকান তিনি। শেষ বলে ৪ হাঁকান নাসুম। আবু হায়দার অপরাজিত ছিলেন ৮ বলে ২১ রানে। ২ উইকেট নেন চতুরঙ্গা ডি সিলভা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা