এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি, উসমান ঝড়ে চট্টগ্রামের ২১৯
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:০১
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম শতক তুলে নিলেন ওসমান খান। দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেছেন ৬২ বলে ১২৩ রানের বিস্ফোরক এক ইনিংস। তাতে তার দল চট্টগ্রাম কিংস পেয়েছে বড় পুঁজি। পেরিয়েছে দুই শতাধিক রানের গণ্ডি।
আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রান তোলে চট্টগ্রাম।
আগের ম্যাচে ৭ উইকেট পাওয়া তাসকিন এই ম্যাচেও জ্বলে উঠেন শুরুতেই। প্রথম ওভারেই ফেরান পারভেজ হোসেন ইমনকে (০)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। উসমান খান আর গ্রাহাম ক্লার্ক ধরেন হাল।
দু’জনের জুটিতে যোগ হয় ৬৩ বলে ১২০ রান। এই জুটি ভাঙে ক্লার্ক ২৫ বলে ৪০ রানে ফিরলে। তবে এরপরও থামেনি উসমান ঝড়। সাথে যোগ দেন মোহাম্মদ মিথুন। ৩১ বলে ৬৩ রান আসে তাদের ব্যাটে। মিথুন আউট হোন ১৫ বলে ২৮ করে।
তবে উসমান তুলে নেন শতক। যা বিপিএলে তার দ্বিতীয় শতক। শেষ পর্যন্ত তাসকিনের শিকার হয়ে ১৮.১ ওভারে থামেন তিনি। মাঝে শামিম পাটোয়ারি ২ করে ফিরলেও ৮ বলে ১৯* রান করেন হায়দার আলি। দুই শ’ পেরোয় চট্টগ্রাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা