০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

অধিনায়ক বদলেও ব্যর্থ ভারত

- ছবি : সংগৃহীত

অধিনায়ক বদলেও ভাগ্য বদলাতে পারছে না ভারত। সিডনি টেস্টেও ধুঁকছে তারা। দাঁড়াতেই পারেনি স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্কের সামনে। বিরাট কোহলিরা গুটিয়ে গেছে ২০০ রান পেরোনোর আগেই।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। তবে ধীরলয়ে ব্যাটিং করেও সুবিধা করতে পারেনি। ৭২.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমেছে তারা।

জবাব দিতে নেমে ভালো নেই অজিরাও। তিন ওভারে ৯ রান তুলতেই হারিয়েছে এক উইকেট। উসমান খাজাকে (২) ফেরান জাসপ্রিত বুমরাহ। স্যাম কনটাস্ট ব্যাট করছেন সাত* রানে। স্বাগতিকরা এখনো পিছিয়ে ১৭৬ রানে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই ভারতের। অন্যদিকে হার এড়ালেই সিরিজ নিশ্চিত ও সাদা পোশাকের বিশ্বকাপ ফাইনালের পথও সুগম হবে অস্ট্রেলিয়ার।

এমন যখন সমীকরণ তখন সিডনিতে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন না, এমন খবর আগেই ছড়িয়েছিল। সেই গুঞ্জন সত্য করে আজ ভারতের হয়ে টস করতে আসেন জাসপ্রিত বুমরাহ। টসে জিতে নেন আগে ব্যাট করার সিদ্ধান্ত।

দলের খাতায় ১৭ রান যোগ হতেই ভারত হারায় দু’ওপেনারকে। যশস্বী জয়সওয়াল ২৬ বলে ১০ রান করে বোল্যান্ডের আর ১৪ বলে চার রান করে স্টার্কের শিকার লোকেশ রাহুল।

রোহিতের বিশ্রামে সুযোগ পাওয়া শুভমান গিল আশা দেখালেও বেশিদূর এগোতে পারেননি। ৬৪ বলে ২০ রান করে নাথান লায়নের শিকার তিনি। বিরাট কোহলিও যথারীতি ব্যর্থ। ৬৯ বলে ১৭ রান করে ফেরেন সাজঘরে।

বিপর্যয়ের মুখে দলের কিছুটা হাল ধরেছিলেন রিশাভ পন্ত। শেষমেশ ৯৮ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি। আর গত ম্যাচের সেঞ্চুরিয়ান নীতিশ কুমার রেড্ডিকে প্রথম বলেই সাজঘরে পথ ধরান বোল্যান্ড।

এরপর জাদেজার ২৬, ওয়াসিংটন সুন্দরের ১৪ আর জাসপ্রিত বুমরাহ ২২ রানের ইনিংসে কোনোরকম সংগ্রহটা ১৮০ পার করে ভারত। অজিদের হয়ে বোল্যান্ড চার আর স্টার্ক তিন উইকেট শিকার করেন।


আরো সংবাদ



premium cement
ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করতে বর্তমান সরকার কাজ করছে : পররাষ্ট্র উপদেষ্টা দ্রুততম সময়ে নির্বাচিত সরকার গঠন করুন : ড. ফরহাদ মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি নগরকান্দায় নিখোঁজ যুবকের গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালীতে ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের ওপর ছাত্রলীগের হামলা সাগরপথে টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ ভিসা-ইকামাসহ সাতটি সেবায় ফি বাড়াল সৌদি পদত্যাগের ঘোষণা অস্ট্রিয়ার চ্যান্সেলরের পাঁচবিবিতে জুলাই বিপ্লবের গ্রাফিতিতে জয়বাংলা লেখার প্রতিবাদে সড়ক অবরোধ হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনের বেশি সৈন্য

সকল