০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মুদ্রার উল্টো পিঠ দেখল আফগানিস্তান

মুদ্রার উল্টো পিঠ দেখল আফগানিস্তান - সংগৃহীত

আগের ম্যাচেই যেখানে ইতিহাস গড়েছিল আফগানিস্তান, ১৯৭ ওভার ব্যাট করে তুলেছিল ৬৯৯ রান। বুলাওয়ের সেই একই মাঠে এবার নাকানিচুবানি খেল তারা, ৪৪.৩ ওভারে গুটিয়ে গেছে হাশমতুল্লাহ শাহিদির দল।

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের হয়ে ডাবল সেঞ্চুরিই করেছিলেন দুজন! রহমত শাহ ২৩৪ ও হাশমতুল্লাহ করেন ২৪৬ রান। তবে দ্বিতীয় টেস্টে এবার গোটা আফগানিস্তান দল মিলে গুটিয়ে গেছে ১৯৯ রানে!

সেঞ্চুরি তো দূর, নেই কোনো ফিফটিও। ইনিংস সর্বোচ্চ ২৫ রান আসে রশিদ খানের ব্যাটে। আর কেউ পারেননি ২০ রানের ঘরে পৌঁছাতে। জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও নিউম্যান নিয়ামহুরি। মুজারাবানি নেন ২ উইকেট।

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও আফগানিস্তান। দু’দলের প্রথম টেস্টে দু’দলই তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তোলে। ফলে ম্যাচ ড্র হয়।

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয় প্রায় চার ঘণ্টা দেরিতে। সারা দিনে খেলা হয়েছে ৪৭.৩ ওভার। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। বোলাররাও সেই সুবিধা কাজে লাগাতে পেরেছেন বেশ ভালোই।

আফগানরা গুটিয়ে যাওয়ার পর দিনের শেষ দিকে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ৩ ওভারে বিনা উইকেটে তুলেছে ৬ রান। লিড ভাঙতে তাদের আরো চাই ১৯৪ রান। হাতে আছে সবগুলো উইকেট।


আরো সংবাদ



premium cement