রংপুরের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বরিশাল
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ২০:৪২, আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ২০:৪৬
জাতীয় দলের আদলে দল গড়েও সুবিধা করতে পারছে না ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণে ধস থেকে ঘুরে দাঁড়ালেও এবার আর শেষ রক্ষা হয়নি। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ১৮.২ ওভারে ১২৪ রানেই গুটিয়ে গেছে তামিম ইকবালের দল। তামিম করেন সর্বোচ্চ ২৮ রান।
ব্যাটিংয়ে নেমে বরিশালের দুই ওপেনার শুরুতে ভালো কিছুর আভাস দেন। নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল মিলে প্রথম ৩ ওভারে নেন ২৫ রান। তবে এরপর হঠাৎ করেই পতন শুরু হয়। শান্তকে ফেরান শেখ মেহেদী (৯)।
এরপর তাওহীদ হৃদয়কে ৪ রানে সাজঘরের পথ ধরান আকিব জাভেদ। পরের ওভারে তামিম ইকবালকে বোল্ড করেন নাহিদ রানা। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ৩১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন কাইল মেয়ার্স।
তবে মাত্র ৩ বলের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে আবারো চাপে পড়ে যায় বরিশাল। মুশফিক ১৫ ও মেয়ার্স আউট হোন ১৩ রানে। গত ম্যাচের দুই নায়ক ফাহিম আশরাফ ও মাহমুদউল্লাহ রিয়াদও কিছুই করতে পারেননি।
মাত্র ১ রান করে আউট হোন ফাহিম। ১০ রান করে রিয়াদ আউট হন দলীয় ৮৭ রানে। তবে মোহাম্মদ নবি ২১ রান করলে তিন অংকের ঘরে পৌঁছায় বরিশাল। খুশদিল ৩, ইফতেখার ও নাহিদ রানা নেন ২টি করে উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা