জয়ের ধারায় ফিরল রাজশাহী, বাড়ছে ঢাকার অপেক্ষা
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৭:২২, আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:২২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারলেও জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এনামুল হক বিজয়ের ব্যাটে ভর করে তাদের হারিয়েছে ৭ উইকেটে।
বৃহস্পতিবার (২ জানুযারি) দিনের প্রথম ম্যাচে প্রথম জয়ের খুঁজে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। উভয় দল হেরেছিল তাদের প্রথম ম্যাচে। যেখানে রাজশাহী উত্তীর্ণ হলেও আসরে প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা বাড়ল ঢাকার।
এ দিন টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৪ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী। বিজয় ৪৬ বলে ৭৩ ও রায়ান বার্ল করেন ৩৩ বলে ৫৫ রান।
অবশ্য রান তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। মোহাম্মদ হারিস ১২ রানে ফেরেন প্রথম ওভারেই। আর ৩.৫ ওভারে ৮ বল খেলে ০ রানে ফেরেন জিশান আলম। প্রথম ম্যাচেও ডাক মেরেছিলেন জিশান।
৩১ রানে ২ উইকেট হারানোর পর এনামুল হক বিজয় ও ইয়াসির আলি মিলে যোগ করেন ৩৩ বলে ৪২ রান। ইয়াসির (২২) ফিরলে এবার বিজয় হাল ধরেন রায়ান বার্লকে নিয়ে। এ জুটিতেই নিশ্চিত হয় জয়।
৫৬ বলে ১০৬ রানের যুগলবন্দী হয় বিজয় ও বার্লের মাঝে। বিজয় আসরে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন। মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু নেন একটা করে উইকেট।
এর আগে, মিরপুরে ঝড় তুলেন তাসকিন আহমেদ। একাই তুলে নিলেন ঢাকা ক্যাপিটালসের ৭ উইকেট। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো বাংলাদেশীর সেরা বোলিং। টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন।
তার আগে, দু’জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। এ তালিকায় তাসকিন তৃতীয়। আগে ৭ উইকেট নেয়া দু’জন হলেন কোলিন অ্যাকারম্যান ও মালয়েশিয়ার সৈয়াজরুল ইদরুস।
এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। লিটন দাসকে ০ ও তামজিদ হাসান তামিমকে তাসকিন ফেরান ৯ রানে। ১৪ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে দেন স্টিফেন ইস্কিনাজাই ও শাহাদাত হোসেন দিপু।
তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৯ রান যোগ করেন দু'জনে। ইস্কিনাজাই ২৯ বলে ৪৬ করে আউট হলে ভাঙে জুটি। এরপর থিসারা পেরেরার সাথে আরো ৩৬ রান যোগ করেন শাহাদাত। পেরেরা আউট হোন ৯ বলে ২১ করে।
শাহাদাতও ফেরেন খানিকটা পর। তার আগে অবশ্য ফিফটি তুলে নেন। তাসকিনের বলে আউট হোন ৪১ বলে ৫০ রান করে। চতুরঙ্গা ডি সিলভাকেও এ পেসার ফেরান একই ওভারে।
তাসকিন তার শেষ ৩ উইকেট নেন শেষ ওভারে এসে। পরপর দু’ বলে ফেরান আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলামকে ফেরানোর পর এক বল পর ফেরান শুভম রঞ্জনকেও (১৩ বলে ২৪)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা