তাসকিনের ৭ উইকেটের পরও ঢাকার বড় পুঁজি
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
মিরপুরে ঝড় তুললেন তাসকিন আহমেদ। একাই তুলে নিলেন ঢাকা ক্যাপিটালসের সাত উইকেট, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো বাংলাদেশীর সেরা বোলিং। তবে এরপরও মানসম্মত পুঁজিই পেয়েছে ঢাকা। তুলেছে ৯ উইকেটে ১৭৪ রান।
একদিন বিরতির পর আজ (বৃহস্পতিবার) ফের মাঠে ফিরেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে প্রথম জয় পেতে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। উভয় দল হেরেছিল তাদের প্রথম ম্যাচে।
এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। লিটন দাসকে ০ ও তামজিদ হাসান তামিমকে তাসকিন ফেরান ৯ রানে। ১৪ রানে দু’উইকেট হারানোর ধাক্কা সামলে দেন স্টিফেন ইস্কিনাজাই ও শাহাদাত হোসেন দিপু।
তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৯ রান যোগ করেন দু’জনে। ইস্কিনাজাই ২৯ বলে ৪৬ করে আউট হলে ভাঙে জুটি। এরপর থিসারা পেরেরার সাথে আরো ৩৬ রান যোগ করেন শাহাদাত। পেরেরা আউট হোন ৯ বলে ২১ করে।
শাহাদাতও ফেরেন খানিকটা পর। তার আগে অবশ্য ফিফটি তুলে নেন। তাসকিনের বলে আউট হোন ৪১ বলে ৫০ রান করে। চতুরঙ্গা ডি সিলভাকেও এই পেসার ফেরান একই ওভারে।
তাসকিন তার শেষ তিন উইকেট নেন শেষ ওভারে এসে। পরপর দুই বলে ফেরান আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলামকে। ফেরানোর একবল পর ফেরান শুভম রঞ্জনকেও (১৩ বলে ২৪)।
সব মিলিয়ে মাত্র ১৯ রানে সাত উইকেট নেন তাসকিন আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা