০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

তাসকিনের ৭ উইকেটের পরও ঢাকার বড় পুঁজি

- ছবি : নয়া দিগন্ত

মিরপুরে ঝড় তুললেন তাসকিন আহমেদ। একাই তুলে নিলেন ঢাকা ক্যাপিটালসের সাত উইকেট, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো বাংলাদেশীর সেরা বোলিং। তবে এরপরও মানসম্মত পুঁজিই পেয়েছে ঢাকা। তুলেছে ৯ উইকেটে ১৭৪ রান।

একদিন বিরতির পর আজ (বৃহস্পতিবার) ফের মাঠে ফিরেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে প্রথম জয় পেতে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। উভয় দল হেরেছিল তাদের প্রথম ম্যাচে।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। লিটন দাসকে ০ ও তামজিদ হাসান তামিমকে তাসকিন ফেরান ৯ রানে। ১৪ রানে দু’উইকেট হারানোর ধাক্কা সামলে দেন স্টিফেন ইস্কিনাজাই ও শাহাদাত হোসেন দিপু।

তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৯ রান যোগ করেন দু’জনে। ইস্কিনাজাই ২৯ বলে ৪৬ করে আউট হলে ভাঙে জুটি। এরপর থিসারা পেরেরার সাথে আরো ৩৬ রান যোগ করেন শাহাদাত। পেরেরা আউট হোন ৯ বলে ২১ করে।

শাহাদাতও ফেরেন খানিকটা পর। তার আগে অবশ্য ফিফটি তুলে নেন। তাসকিনের বলে আউট হোন ৪১ বলে ৫০ রান করে। চতুরঙ্গা ডি সিলভাকেও এই পেসার ফেরান একই ওভারে।

তাসকিন তার শেষ তিন উইকেট নেন শেষ ওভারে এসে। পরপর দুই বলে ফেরান আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলামকে। ফেরানোর একবল পর ফেরান শুভম রঞ্জনকেও (১৩ বলে ২৪)।

সব মিলিয়ে মাত্র ১৯ রানে সাত উইকেট নেন তাসকিন আহমেদ।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল