বিপিএলে ৭ উইকেট নিয়ে বিশ্বে তৃতীয় বোলার হিসেবে তাসকিনের রেকর্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬, আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়লেন দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের ইনিংস গুঁড়িয়ে একে একে নিলেন সাত উইকেট।
তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মোস্তাফিজকের আউট করলেই স্বীকৃত টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মোস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় ১৯ রানে সাত উইকেট নিয়ে থামতে হলো বাংলাদেশের পেসারকে। টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে সাত উইকেট পেলেন তাসকিন।
বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে আট রানে সাত উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার। ইদরুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে সাত উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে সাত উইকেট নেন তাসকিন। তিনি ভেঙে দেন পাকিস্তানি মোহাম্মদ আমিরের রেকর্ড।
২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ছয় উইকেট নিয়েছিলেন আমির, যা এতদিন ছিলো বিপিএলের সেরা বোলিং ফিগার।
তাসকিনের এই বোলিং ফিগার স্বীকৃত টি-টোয়েন্টিতেও তৃতীয় সেরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে সেরা স্পেল এখন তাসকিনের। টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা