০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বিসিবি সভাপতির সাথে ক্রীড়া উপদেষ্টার সচিবের দুর্ব্যবহার

বিসিবি সভাপতি ফারুক আহমেদ - ছবি - নয়া দিগন্ত

চলছে বিপিএল, মাঠে লড়াই করছেন ক্রিকেটাররা। তবে মাঠের বাইরেও লড়াই যেন এখন নৈমিত্তিক ঘটনা। টিকিট নিয়ে হট্টগোল তো লেগেই আছে স্টেডিয়ামের বাহিরে। তবে এবার হট্টগোল লেগে গেছে প্রেসিডেন্ট বক্সেই! তাও কি না বিসিবি সভাপতির সাথে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ঘটনা গত ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে। যেখানে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সেখানে বিসিবির প্রেসিডেন্ট বক্সে সভাপতি ফারুক আহমেদ, মাহফুজ আলমসহ উপস্থিত ছিলেন আরো অনেক বিশেষ অতিথিবৃন্দ।

জানা গেছে, বিপিএলের শুরুর দিনের কিছু বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা নিয়ে সেদিন প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সাথে কথা বলছিলেন মাহফুজ এবং তার সাথে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরো কয়েকজন কর্মকর্তা।

কথোপকথনের একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফারুক আহমেদের সাথে অশোভন আচরণ করে বসেন। ফারুককে তিনি এমনও বলেন, ‘আপনি কিভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’ যদিও ঘটনা বেশি দূর গড়ানোর আগেই উপস্থিত অন্যরা তাদের শান্ত করেন।

এদিকে ফারুক আহমেদ এই নিয়ে মুখ না খুললেও কথা বলেছেন মাহফুজ। জানান অপ্রীতিকর কিছু ঘটেনি। সব কিছু অস্বীকার করে বলেন, ‘উত্তপ্ত কিছু হয়নি। স্বাভাবিক কথাবার্তা হয়েছে। দুই পক্ষই আবেগপ্রবণ হয়ে কথা বলেছে। এমন কিছু হয়নি, যেটা অপ্রীতিকর।’


আরো সংবাদ



premium cement