০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

পিএসএলের প্লেয়ার ড্রাফটে ৩০ বাংলাদেশী

পিএসএলের প্লেয়ার ড্রাফটে ৩০ বাংলাদেশী - ছবি : সংগৃহীত

আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বিশ্ব ক্রিকেটে অল্প সময়েই বেশ সমাদৃত এই ফ্রাঞ্চাইজি লিগের আগামী আসরে দেখা যেতে পারে একঝাঁক বাংলাদেশী ক্রিকেটারদের।

পিএসএলের আগামী আসরে দল পেতে ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে কয়েক শ’ ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন। যেখানে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ছাড়াও বাংলাদেশ থেকে আছেন আরো ২৮ জন।

বাংলাদেশের দুই তারকা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ড্রাফটে নাম দেয়ার খবর আগেই রটেছিল। আজ বুধবার ক্রিকেট পাকিস্তানের এক সংবাদে জানা গেলো সেই তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদরা।

জাতীয় দলের হয়ে সম্প্রতি আলোচনায় থাকা নাহিদ রানা, রিশাদ হোসেনরাও আছেন ড্রাফটে। আছেন জাতীয় দলের বাইরে থাকা নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, শহিদুল ইসলাম, রুয়েল মিয়ারা।

উল্লেখ্য, এবার প্রায় একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। ফলে আইপিএলে না থাকা ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই মন দিবেন পিএসএলে। ফলে আশাবাদী হতেই পারেন বাংলাদেশী ক্রিকেটাররা।

তবে সেই জন্য অপেক্ষা করতে হচ্ছে ১১ জানুয়ারি পিএসএলের প্লেয়ার ড্রাফটের জন্যে।

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশী ক্রিকেটারদের তালিকায় আছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।


আরো সংবাদ



premium cement
টাংগুয়ার হাওর থেকে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্রসহ আটক ৩ ২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে ভারত ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযানে ৫০ মামলা

সকল