বর্ষসেরা ওয়ানডে দলে টাইগার তাসকিন
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ২০:৩৪
ক্রিকেট কিংবা ফুটবল, দেশ থেকে বিশ্ব। নানান ঘটনা ও পটপরিবর্তনের মধ্য দিয়ে বিদায় নিল আলোচিত বর্ষ ২০২৪। ক্রিকেটে অনন্য পারফরম্যান্সে নিজেদের স্মরণীয় করে রেখেছেন ক্রিকেটাররাও। কেউ ব্যাট হাতে তুলেছেন তুমুল ঝড়, কারো দেখা নেই রানের। শূন্য হাতে ফিরেছেন অনেকে। কেউ আবার বলহাতে জ্বলে ওঠেছেন অদম্য শক্তিতে। তাদেরেই একজন হয়ে ওঠলেন বর্ষসেরা টাইগার তাসকিন। বছরজুড়ে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সাইট ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে।
এই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন পেস তারকা তাসকিন আহমেদ। তবে এ তালিকায় জায়গা হয়নি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটার। ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দেশের হয়ে এ গৌরব অর্জন করেন তরুণ এই পেসার।
সদ্য বিদায় নেয়া বছরে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ৬৩ উইকেট নিয়ে ক্রিকেট দুনিয়ায় নিজেকে তুলে ধরেছেন অনন্য করে। দেশের হয়ে ওয়ানডেতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি কেউ। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন, জায়গা পেয়েছেন ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিন ক্রিকইনফো’ বর্ষসেরা ওয়ানডে দলে। গেল বছরেও ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ। যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট।
এমন দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন এই পেসার। তাসকিন ছাড়াও বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার চারজন, আফগানিস্তানের তিনজন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে জায়গা করে নিয়েছেন।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ
পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা