০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

এক বলে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড গড়লেন ওশনে থমাস

ওশনে থমাস - ছবি - ইন্টারনেট

বিপিএলে অবিশ্বাস্য এক কীর্তি গড়ে বসেছেন ওশনে থমাস। ক্রিকেটে আগে যা কখনো হয়নি, তাই গড়েছেন খুলনার জার্সি গায়ে চট্টগ্রাম কিংসের বিপক্ষে। দিয়েছেন এক বলে সর্বোচ্চ রান।

মঙ্গলবার মিরপুরে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হয় খুলনা টাইগার্স। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৩ রান তুলে খুলনা। যা ডিফেন্ড করতে গিয়ে প্রথম ওভারেই লজ্জার কীর্তি গড়েন ওশনে থমাস।

দলের হয়ে প্রথম ওভার করতে এসে ১ বলে দেন ১৫ রান! আর তাতেই রেকর্ড বুকে নাম ওঠে থমাসের। স্বীকৃত ক্রিকেটে ১ বলে এরচেয়ে বেশি রান আসেনি আগে কখনো। ১৩ রান দিয়েছিলেন সিকান্দার রাজা।

এদিন ইনিংসের প্রথম বলেই নাইম ইসলামকে আউট করেন তিনি। তবে পরে দেখা যায় সেটি নো বল। আউট থেকে বাঁচলেও ফ্রি হিটের বলে কোনো রান নিতে পারেননি নাইম। তবে পরের বলেই ছক্কা হাঁকান তিনি। তবে বলটিও নো বল ছিল।

প্রথম ৩ বলের দুটিই নো বল করে খানিকটা নার্ভাস থমাস। এবার পরপর দু’টি ওয়াইড বল করেন। স্কোরবোর্ডে রান তখন ১ বলে ১০। তবে এখানেই শেষ নয়, পরের বলে আবার নো বল করেন তিনি। এবার বাউন্ডারি হাঁকান নাইম। আর তাতেই রেকর্ড বুকে নাম ওঠে থমাসের।

প্রথম বলে ১৫ রান দেয়ার পরেও ওই ওভারে আরো একটি নো বল করেন থমাস। কাকতালীয় হলেও সেই বলেও আউট হয়েছিলেন নাইম। কিন্তু ভাগ্যের জোরে ফের বেঁচে যান তিনি। এই ভাগ্য অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১ বল পরে থমাসই ফেরান নাইমকে।

থমাসের এমন ওভারের পরেও বড় জয় পেয়েছে খুলনা। চিটাগাংকে ৩৭ রানে হারিয়েছে তারা। অবশ্য এরপর থমাসকে আর বোলিংয়ে আনেননি খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ।


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল