০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে হারিয়ে রংপুরের দুইয়ে দুই

উইকেট নিয়ে নাহিদ রানার উদযাপন - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে ১৫৫ রানের পুঁজি বেশি বড় না হলেও বোলারদের নৈপুণ্যে দারুণ এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়ে বিপিএলের চলতি আসরে টানা দুই জয় তুলে নিয়েছে তারা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে রংপুর। লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১২১ রান করতে সক্ষম হয় সিলেট।

সিলেটের হয়ে এদিন ৩৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার রনি তালুকদার। এছাড়া জাকের আলী ২৪ (৩৩ বলে) ও জাকির হাসান ১৮ (১২ বলে) রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

এদিকে, নির্ধারিত চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে চার উইকেট নিয়ে সিলেটের টপ-অর্ডার ধসিয়ে দেন নাহিদ রানা। এছাড়া দুটি করে উইকেট নিয়ে বাকি কাজটুকু সারেন খুশদিল শাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিন ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার জর্জ মুনসিকে হারায় সিলেট। মাত্র দুই রান করে কামরুল ইসলামের বলে বোল্ড হয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলে জাকির হোসেনের সঙ্গে বিপদ কাটিয়ে ওঠার আভাস দিয়েছিলেন রনি। ভালো রেটে রান তুলতে থাকেন তারা। কিন্তু পঞ্চম ওভারের প্রথম বলেই জাকিরকে বোল্ড করেন নাহিদ। ওই ওভারের শেষ বলে নাহিদের গতিতে পরাস্ত হয়ে ফিরতে হয় ছক্কা মেরে রানের খাতা খোলা পল স্টার্লিংকে। ফলে ৫ ওভারে ৪৩ রান তুললেও তিন উইকেট হারায় সিলেট।

এরপর রনি ও জাকের মিলে ৪৮ রানের জুটি গড়লেও রানের চাকা এ সময় একেবারেই শ্লথ হয়ে যায়। দুজনে ৫৬ বলে ওই রান সংগ্রহ করেন। পরে ১৫তম ওভারের প্রথম দুই বলে রনি (৪১) ও অধিনায়ক আরিফুলকে (০) খুশদিল সাজঘরে ফেরালে ৯১ রানের মাথায় পাঁচ উইকেট হারায় সিলেট।

পরের ওভারে নাহিদ আরেক সেট ব্যাটার জাকের আলীকে কট অ্যান্ড বোল্ড করে দিলে বাকি ব্যাটারদের যাওয়া-আসার মাঝে রংপুরের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে সমর্থ হয় সিলেট, আর ৩৪ রানে জেতে রংপুর।

এর আগে, ইফতিখার-সোহানের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে রংপুর। দলের হয়ে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেন পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। ৪২ বলে একটি ছক্কা ও চারটি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ২৪ বলে দুটি ছক্কা ও চারটি চার মেরে ৪১ রান করেন অধিনায়ক সোহান।

সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তানজিম সাকিব ও আল-আমিন হোসেন।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৫৫/৬ (ইফতিখার ৪৭*, সোহান ৪১, খুশদিল ২১; তানজিম সাকিব ২/২৭, আল-আমিন ২/৩১)।

সিলেট স্ট্রাইকার্স : ১২১/৯ (রনি ৪১, জাকের ২৪, জাকির ১৮; নাহিদ ৪/২৭, খুশদিল ২/১০, সাইফউদ্দিন ২/১৮)।

ফলাফল : রংপুর ৩৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : নাহিদ রানা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, গ্রেফতার ২ ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় অধিদফতর : আসিফ মাহমুদ সিংড়ায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকাল পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশী ক্রিকেটার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ইসরাইল লেবাননের সাথে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না : রাশেদ প্রধান স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে দুদকের মামলা লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলার আসামি আ’লীগ নেতা গ্রেফতার রাবিতে ৭ দিন‌ব্যাপী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

সকল