ব্যাটিং ধস : এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার শ্রীলঙ্কার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:২৩, আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৩২
প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কা হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। সেই ম্যাচে হঠাৎ ধসে পথ হারিয়েছিল লঙ্কানরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র। এক ম্যাচ আগে সিরিজটাও হারাল চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।
সোমবার (৩০ ডিসেম্বর) মাউন্ট মাউঙ্গানুয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান করে কিউইরা। জবাব দিতে নেমে ৪৫ রানে হেরে যায় লঙ্কানরা।
এ দিন ব্যাট হাতে ঝড় তোলেন রবিনসন, মার্ক চ্যাম্পম্যান ও মিচেল হে। যদিও ইনিংসের শুরুতেই রাচিন রবীন্দ্রকে হারিয়ে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে চ্যাম্পম্যান ও রবিনসন যোগ করেন ৬৯ রান। ৩৪ বলে ৪১ করে রবিনসন আউট হলে ভাঙে জুটি।
যদিও এগিয়ে যেতে থাকেন চ্যাম্পম্যান। তবে অর্ধশতকে পৌঁছাতে পারেননি তিনিও, ২৯ বলে ৪২ রানে ফেরেন। শেষ দিকে দ্রুত রান তুলেন মিচেল হে। তার অপরাজিত ১৯ বলে ৪১ রানের ওপর ভর করে ১৮৬ রানের পুঁজি পায় কিউইরা। ২৮ রানে ২ উইকেট পান হাসারাঙ্গা।
জবাব দিতে নেমে শুরুটা ভালোই করে সফরকারীরা। কুশল মেন্ডিস ১০ রান করে পঞ্চম ওভারে ফিরলেও নিশাঙ্কাকে নিয়ে দারুণ এক জুটি গড়েন কুশল পেরেরা। দলীয় ৭১ রানে ভাঙে জুটি। নিশাঙ্কা ফেরেন ২৮ বলে ৩৭ রানে। এরপর কামিন্দু মেন্ডিসও (৭) ফেরেন দ্রুত।
তবে অধিনায়ক আসালাঙ্কা ও কুশল পেরেরা দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে এ জুটি ভাঙার পর ব্যাটিং ধস নামে শ্রীলঙ্কার। ১২৭ রানের মাথায় ৩৫ বলে ৪৮ করে আউট হোন কুশল পেরেরা। এরপর ১৩৫ রানে পতন হয় পঞ্চম উইকেটের।
সেখান থেকে ১৪১ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। অধিনায়ক আসালাঙ্কা ছাড়া আর কেউ দু’ অংকে যেতে পারেননি। ডাফি ১৫ রানে নেন ৪ উইকেট। তাতে ১৯.১ ওভারেও গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই হারে সিরিজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা