০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের

অবিশ্বাস্য জয় পেয়েছে বরিশাল - ছবি : সংগৃহীত

উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের
নয়া দিগন্ত অনলাইন
হারের পথেই ছিল বরিশাল। একটা সময় মনে হচ্ছিল হয়তো তিন অংকের ঘরেও পৌঁছাতে পারবে না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফাহিম আশরাফের সাথে মিলে দলকে এনে দিলেন অবিশ্বাস্য জয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচেই জমজমাট লড়াই হয়ে গেল। চিরচেনা ম্যারমেরে ভাব কাটিয়ে রান উঠলো দুই ম্যাচেই। যেখানে রাজশাহীর ৩ উইকেটে তোলা ১৯৭ রানের পুঁজি ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে বরিশাল।

জাতীয় দলের আদলে গড়া জয় নিয়ে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮.১ ওভারে মাত্র ৬১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। বেরিয়ে আসে ইনিংসের লেজ। জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী।

তবে মাহমুদউল্লাহ মাঠে নেমে যেন ধীরে ধীরে সেই স্বপ্ন ফ্যাকাসে করে তুলেন। প্রথমে শাহীন আফ্রিদির সাথে তুলেন ২৫ বলে ৫১ রান। শাহিন ১৭ বলে ২৭ করে ফিরলে ভাঙে জুটি। তবে ফাহিম আশরাফ আর থামেননি। দু’জনের জুটিতে যোগ হয় ৩৫ বলে ৮৮*।

মাহমুদউল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ৫৬ করে। ফাহিম আশরাফের ব্যাটে আসে ২১ বলে ৫৪* রান। বৃথা যায় তাসকিন আহমেদে ৩১ রানে নেয়া ৩ উইকেট। জোড়া উইকেট নেন হাসান মুরাদ।

এর আগে প্রথম বলেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় বরিশাল। পরের ওভারে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল (৭)। তাওহীদ হৃদয় (৩২) একপাশ আগলে রাখলেও কাইল মায়ার্স ৫ বলে ৬ ও মুশফিকুর রহিম ফেরেন ১১ বলে ১৩ রানে।

এইদিন টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী ১৯৭ রান তুলে ইয়াসির আলি ও এনামুল হক বিজয়ের ব্যাটে। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির, ৫১ বলে ৬৫ রান করেন বিজয়।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : সমন্বয়ক হাসনাত আ’লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করা হয়েছে দাবি নাকচ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত ৪৩তম বিসিএস থেকে বাদপড়া ২২৭ জন প্রসঙ্গে যা জানাল সরকার সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান জয়ের ধারায় ফিরল রাজশাহী, বাড়ছে ঢাকার অপেক্ষা

সকল