০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের

অবিশ্বাস্য জয় পেয়েছে বরিশাল - ছবি : সংগৃহীত

উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের
নয়া দিগন্ত অনলাইন
হারের পথেই ছিল বরিশাল। একটা সময় মনে হচ্ছিল হয়তো তিন অংকের ঘরেও পৌঁছাতে পারবে না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফাহিম আশরাফের সাথে মিলে দলকে এনে দিলেন অবিশ্বাস্য জয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচেই জমজমাট লড়াই হয়ে গেল। চিরচেনা ম্যারমেরে ভাব কাটিয়ে রান উঠলো দুই ম্যাচেই। যেখানে রাজশাহীর ৩ উইকেটে তোলা ১৯৭ রানের পুঁজি ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে বরিশাল।

জাতীয় দলের আদলে গড়া জয় নিয়ে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮.১ ওভারে মাত্র ৬১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। বেরিয়ে আসে ইনিংসের লেজ। জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী।

তবে মাহমুদউল্লাহ মাঠে নেমে যেন ধীরে ধীরে সেই স্বপ্ন ফ্যাকাসে করে তুলেন। প্রথমে শাহীন আফ্রিদির সাথে তুলেন ২৫ বলে ৫১ রান। শাহিন ১৭ বলে ২৭ করে ফিরলে ভাঙে জুটি। তবে ফাহিম আশরাফ আর থামেননি। দু’জনের জুটিতে যোগ হয় ৩৫ বলে ৮৮*।

মাহমুদউল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ৫৬ করে। ফাহিম আশরাফের ব্যাটে আসে ২১ বলে ৫৪* রান। বৃথা যায় তাসকিন আহমেদে ৩১ রানে নেয়া ৩ উইকেট। জোড়া উইকেট নেন হাসান মুরাদ।

এর আগে প্রথম বলেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় বরিশাল। পরের ওভারে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল (৭)। তাওহীদ হৃদয় (৩২) একপাশ আগলে রাখলেও কাইল মায়ার্স ৫ বলে ৬ ও মুশফিকুর রহিম ফেরেন ১১ বলে ১৩ রানে।

এইদিন টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী ১৯৭ রান তুলে ইয়াসির আলি ও এনামুল হক বিজয়ের ব্যাটে। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির, ৫১ বলে ৬৫ রান করেন বিজয়।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল