০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

বিপিএলের টিকিট নিতে গিয়ে মিরপুরে ভক্তদের সংঘর্ষ

- ছবি : ইউএনবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে বেসরকারি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট কিনতে না পারায় মিরপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন শত শত ক্রিকেটভক্ত।

সোমবার রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ সংঘর্ষ হয়।

ঐতিহাসিকভাবে, অতীতে বিপিএলের টিকিটের শান্তিপূর্ণ বিক্রি নিশ্চিত করতে হিমশিম খেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারো তারা সঙ্কট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে।

আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকা সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীরা জাতীয় দলের একজন ক্রিকেটারের গাড়িও আটকে দিয়েছিল বলে জানা গেছে। তবে ঘটনার সময় ওই ক্রিকেটার গাড়িতে ছিলেন কি না তা স্পষ্ট নয়।

রোববার বোর্ড টিকিট বিক্রির আনুষ্ঠানিক তথ্য না দেয়ায় টিকিটের জন্যও বিক্ষোভ করেছিল ভক্তরা। এরপর ভক্তরা কোথা থেকে, কিভাবে টিকিট কিনতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।

এ বছর অনলাইন প্ল্যাটফর্ম ও একটি বেসরকারি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন ভক্তরা। কিন্তু ভক্তদের দাবি, তারা মিরপুর শাখা থেকে টিকিট নিতে পারেননি, যা তাদের ক্ষুব্ধ করেছে।

অনলাইন ক্রেতাদের জন্য, টিকিটগুলো অফিসিয়াল ওয়েবসাইটের (www.gobcbticket.com.bd) মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে।

আর টিকিটের হার্ড কপি বিক্রি হচ্ছে মধুমতি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখায়। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া গেছে। সোমবার বিপিএলের উদ্বোধনী দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি চলবে।

বিক্রয় সুবিধার শাখাগুলোর মধ্যে রয়েছে মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোডে। দর্শকদের নির্দিষ্ট সময়ে তাদের নিকটতম শাখায় যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল লড়বে নবাগত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা চট্টগ্রামে ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : সমন্বয়ক হাসনাত আ’লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করা হয়েছে দাবি নাকচ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত ৪৩তম বিসিএস থেকে বাদপড়া ২২৭ জন প্রসঙ্গে যা জানাল সরকার সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান

সকল