শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ২৩:১২
বক্সিং ডে টেস্টে রোমাঞ্চকর জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে প্রথমবারের মতো স্বপ্নের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রোটিয়ারা। বিপরীতে জয়ের কাছাকাছি গিয়েও হতাশ হয়েছে পাকিস্তান।
রোববার (২৯ ডিসেম্বর) সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। খাদের কিনারা থেকে দলকে তুলে আনেন ইয়ানসেন-রাবাদার। তাদের জুটিতে ২ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।
আগের দিন মাত্র ১৯ রানে ৩ উইকেট হারানোয় আজ চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২১ রান। আর অন্য দিকে পাকিস্তানের ৭ উইকেট। ফলে শেষ দিনে উত্তেজনার পারদ যে বাড়বে তার পূর্বাভাস পাওয়াই যাচ্ছিল।
সুপার স্পোর্টস পার্কে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্করাম ও টেম্বা বাভুমা প্রথম ঘণ্টা পার করে দেন নির্বিঘ্নে। তবে পানি পানের বিরতির পর আব্বাসের শিকার হন মার্করাম। তার ৬৩ বলে ৩৭ রানে আউট হন তিনি।
এরপর ডেভিড বেডিংহ্যামকে সাথে নিয়ে ব্যবধান Clay কিছু কমিয়ে আনেন বাভুমা। সেখান থেকেই আব্বাসের আগুনে পুড়তে শুরু। আর ১২ বলের এক ঝড়ে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ৯৬/৪ থেকে হঠাৎই স্কোর দাঁড়ায় ৯৯/৮।
জিতলেই ফাইনালে, এমন সমীকরণে চোখের সামনে বাড়তে থাকে রুদ্ধশ্বাস অপেক্ষা। পরাজয়ের চোখ রাঙানি তখন তাদের সামনে। পাকিস্তানের চোখে মুখে যেন জয়ের প্রত্যাশা। প্রথমে আব্বাসের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন বাভুমা (৭৮ বলে ৪০)। যদিও পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে নয়, ব্যাটসম্যানের গায়ে লেগেছিল! এরপর নাসিম শাহর বল স্টাম্পে টেনে আনেন কাইল ভেরেইনা।
এরপর আব্বাস নিজের পরের ওভারে পরপর দুই বলে বিদায় করেন বেডিংহ্যাম (১৪) ও ক্যারবিন বশকে (০)। কিন্তু তাদের আশা মাড়িয়ে ম্যাচ বের করে নেন রাবাদা ও ইয়ানসেন। দুইজন মিলে সেখান থেকে ৫০ বলে ৫১* রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
৫ চারে ২৬ বলে ৩১ রান করেন রাবাদা করে দলকে গুছিয়ে নেন অনবদ্য ইনিংসে। আর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট নেয়া ইয়ানসেন এবার ব্যাটিংয়েও ২৪ বলে ৩ চারে করেন ১৬ রান। দুই জনের ব্যাটিং চমকে প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।
দুই ইনিংসে ৮৯ ও ৩৭ রান করে ম্যাচের সেরা এইডেন মার্করাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা