বিপিএলে অধিনায়কের দায়িত্ব পেলেন যারা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সূচি প্রকাশ হয়েছে আরো আগে। ইতোমধ্যে বিভিন্ন দল নিজেদের মতো করে প্রস্তুতিও সেরে নিয়েছে। সবকিছু ঠিক থাকলেও জানা যায়নি পাঁচ দলের অধিনায়কের নাম। অবশেষে ম্যাচের আগের দিন জানা গেল কোন দলের দায়িত্বে কারা।
তবে এর আগে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করেছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এছাড়া বাকি পাঁচ দলের নাম জানা গেল আজ।
রোববার (২৯ ডিসেম্বর) বাকি পাঁচ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হয়েছেন থিসারা পেরেরা। খুলনা টাইগার্সের দায়িত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। দুর্বার রাজশাহীর অধিনায়ক হয়েছেন এনামুল হক বিজয়। চট্টগ্রাম কিংসের মোহাম্মদ মিঠুন এবং সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হয়েছেন আরিফুল হক।
অধিনায়ক হবার গুঞ্জন থাকলেও দায়িত্ব পাননি পেসার তাসকিন আহমেদ। এছাড়া তামিমের নেতৃত্বে মুশফিক, মাহমুদউল্লাহ ও তাওহীদ হৃদয়দের দেখা যাবে বরিশালের হয়ে। ফলে তাদের কাউকে অধিনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা