০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

বাবরসহ টি-টোয়েন্টি বর্ষসেরার দৌড়ে আছেন যারা

বাবরসহ টি-টোয়েন্টি বর্ষসেরার দৌড়ে আছেন যারা - ছবি : সংগৃহীত

আইসিসির বর্ষসেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন চার ক্রিকেটার। মাঠের পারফর্মেন্সে টি-টোয়েন্টিতে মুগ্ধতা ছড়িয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও ভারতের আর্শদীপ সিং।

বর্ষসেরা তালিকায় থাকা এই ক্রিকেটারদের আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ভক্তরা। এছাড়াও আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা এই ভোট দিতে পারবেন।

চলতি তালিকাসহ এ পর্যন্ত পর পর তিন বছর তালিকায় জায়গা করে নেন সিকান্দার রাজা। চলতি বছর ২৪ ম্যাচে ৫৭৩ রান ও ২৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া এই অলরাউন্ডারের নেতৃত্বে জিম্বাবুয়ে শ্রীলংকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়েছে।

রাজার সাথে তাল মিলিয়ে বাবরও খেলেছেন ২৪ ম্যাচ। পাকিস্তানের এ তারকা ছয় ফিফটিতে ৩৩.৫৪ গড়ে ৭৩৮ রান করেছেন। পাকিস্তানের আর কোনো ব্যাটার এতো রান করেনি।

অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড প্রথমবারের মতো জায়গা পেলেন এই তালিকায়। বাঁহাতি এই ওপেনার ১৫ ম্যাচে খেলে ৩৮.৫ গড় ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে ৫৩৯ রান করেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান করেছিলেন হেড।

এদিকে আইসিসির বর্ষসেরার তালিকায় ওঠে এসেছেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ। ১৭ উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হন। ১৮ ম্যাচে ১৩.৫ গড়ে ৩৬ উইকেট নিয়ে বছর শেষ করেন তিনি।

বর্ষসেরা টি-টোয়েন্টি মেয়ে ক্রিকেটারের তালিকায় আছেন চারজন। আয়ারল্যান্ডের অরলা প্রেন্ডারগাস্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।


আরো সংবাদ



premium cement