দল পেলেন আলাউদ্দিন-মৃত্যুঞ্জয়, উপেক্ষিত মোসাদ্দেক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ ছিলেন আলাউদ্দিন বাবু। তবে এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে টানেনি কেউ। তবে শেষ মুহূর্তে এসে দল পেয়েছেন বাবু। দল পেয়েছেন আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
বিপিএলের একাদশতম আসর মাঠে গড়াচ্ছে আগামীকাল সোমবার। মিরপুরের হোম অফ ক্রিকেটে পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। বেলা দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে লড়াই করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।
তার আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিযোগী সাতটি দল। এরই মাঝে শেষ মুহূর্তে নিজের প্রয়োজন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন দেশী ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। যাদের মাঝে উল্লেখযোগ্য আলাউদ্দিন বাবু ও মৃত্যুঞ্জয়।
জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ভালো করার পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন বাবু। সদ্য সমাপ্তি এই আসরের সর্বোচ্চ উইকেট শিকাশি ছিলেন বাবু। ৩৩ বছর বয়সী এই পেসার নেন ১৯ উইকেট। সুবাদে নজর কেড়েছেন তিনি ঢাকা ক্যাপিটালসের।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই দলের হয়ে খেলবেন আলাউদ্দিন বাবু। আর মৃত্যুঞ্জয়কে দলে টেনেছে দুর্বার রাজশাহী। চোটের কারণে ড্রাফটে অনুপস্থিত থাকলেও শেষ মুহূর্তে এসে দল পেলেন এই পেসার।
এর আগে, শনিবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার ডাক পান স্পিনার টিপু সুলতান। ইতোমধ্যে তিনি দলের সাথেও যোগ দিয়েছেন।
এদিকে বিপিএলের দামামা বেজে উঠলেও এখনো দল পাননি সাবেক জাতীয় দলের অলরাউন্ডার ও আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া সৈকত আলি, শামসুর রহমান, ফজলে রাব্বি, অমিত হাসানরাও এখনো অবিক্রীত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা