০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

বিপিএলের পর্দা উঠছে কাল

- সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর। বসতে যাচ্ছে চার-ছক্কার রমরমা হাট। ভিন্ন এক আমেজে, একটা উৎসবে মেতে উঠবে গোটা ক্রিকেট পাড়া। ঐক্যের সুর ছেড়ে দেখা দেবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। লড়াইটা শিরোপার, ‘বিপিএল’ ট্রফিটায় চুমু আঁকার।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার পর্দা উঠছে বিপিএলের একাদশতম আসরের। উদ্বোধনী ম্যাচে বেলা আড়াইটায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুরে হোম অফ ক্রিকেটে আতিথ্য নেবে উভয় দল।

সাত দলের অংশগ্রহণে দেশের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৪৬ ম্যাচ। ফাইনাল ৭ ফেব্রুয়ারি। মিরপুর তো বটেই, সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখাবেন ক্রিকেটাররা। এখান থেকেই বেরিয়ে আসবে নতুন কোনো তারকা।

এবারের অংশগ্রহণকারী সাত দল হলো ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস।

এবারের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম প্রতিযোগিতা। ২০১২ সাল থেকে হয়ে আসছে এই শিরোপার লড়াই। যেখানে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সর্বাধিক চারবার শিরোপা উল্লাস করেছে তারা। যদিও রাজনৈতিক কারণে এবারের আসরে নেই ভিক্টোরিয়ান্সরা।

একাধিকবার জিতেছে ঢাকা বিভাগও। তাছাড়া রংপুর, রাজশাহী ও ফরচুন করেছে শিরোপা উল্লাস।

নানা ইস্যুতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে বরাবরই সমালোচনায় থাকে বিপিএল। দফায় দফায় তা বদলানোর আশ্বাস দিলেও এখনো তা পূরণ হয়নি। তবে এবার ভিন্ন কিছু দেখাতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা কমিটি। খুব করেই চেষ্টা করছে পুরনো জৌলুস ফিরিয়ে আনতে।

বিপিএলে ব্যাট হাতে রাজত্ব তামিম ইকবালের। সর্বোচ্চ ৩ হাজার ৪৪২ রান তার। তার ঠিক পেছনেই ২ হাজার ২৬২ রান নিয়ে আছেন মুশফিকুর রহিম। তাছাড়া মাহমুদউল্লাহ ২ হাজার ৫২০ ও সাকিব আল হাসান করেন ২ হাজার ৩৯৭ রান।

বল হাতে সর্বোচ্চ ১৪৯ উইকেট সাকিব আল হাসানের। তিনি ছাড়া আর তিন অংকের ঘর ছুঁয়েছেন আর মাত্র দু’জন। রুবেল হোসেন ১১০ ও তাসকিন আহমেদ নিয়েছেন ১০২ উইকেট। ৯৮ উইকেট আছে মাশরাফী বিন মর্তুজার, ৯২ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

এবারের আসরে উল্লেখিত সবারই রান-উইকেট বাড়ানোর সুযোগ থাকলেও নেই সাকিবের। বিপিএলের চারবারের টুর্নামেন্ট সেরা এই অলরাউন্ডার এবার খেলছেন না বিপিএলে। রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় দেশে আসছেন না তিনি।

আগের মোট নয় আসরে চারবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, আসহার জাইদি, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল ও তামিম ইকবাল একবার করে জিতেছেন আসর সেরার পুরস্কার।

এবার এখন পর্যন্ত বিপিএলের প্রাইজমানি পরিবর্তনের ঘোষণা আসেনি। ফলে গত আসরের মতো মোট চার কোটি টাকা প্রাইজমানি থাকতে পারে এবারের আসরেও। চ্যাম্পিয়ন দল পাবে দু’কোটি টাকা। রানার্সআপ পাবে এক কোটি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। পুরস্কার পাবেন সেরা বোলার, সেরা ব্যাটারও।


আরো সংবাদ



premium cement