কত টাকায় পাবেন বিপিএলের টিকিট
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪
আগামীকাল সোমবার থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। পর্দা উঠবে সাত দলের এই টুর্নামেন্টের। ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সব দল। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলও। প্রকাশ করেছে বিপিএলে টিকিটের মূল্য তালিকা।
এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারিতে বসে দিনের দু’টি ম্যাচের খেলা দেখা যাবে এই টিকিট দিয়ে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ দুই হাজার টাকা।
রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। টিকিট কেনা যাবে রোববার বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।
অনলাইনে টিকিট কেনা যাবে gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।
১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা
৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা
৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা
১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড: ৬০০ টাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা