রহমত শাহ-হাশমতুল্লাহর অভূতপূর্ব ব্যাটিং, লড়াইয়ে আফগানিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৯
বুলাওয়েতে চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। জিম্বাবুয়ের পর এবার বক্সিং ডে টেস্টে চমক দেখাচ্ছে আফগানিস্তান। চমকে দিয়েছেন দুই আফগান ব্যাটার রহমত শাহ ও হাশমতুল্লাহ শাহিদি। ঘটিয়েছেন অভূতপূর্ব এক ঘটনা।
জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টের তৃতীয় দিনে শনিবার খেলা হয়েছে ৯৫ ওভার। তবে পতন হয়নি কোনো উইকেটের। সারাটা দিনই ব্যাট করেন রহমত ও শাহিদি। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে যা ঘটলো মাত্র ২৬বার।
ফলে ২ উইকেটে ৯৫ রান নিয় শুরু করা ইনিংস তৃতীয় দিনশেষে পৌঁছেছে ৪২৫ রানে। দ্বিতীয় আফগান হিসেবে দ্বিশতক তুলে নিয়েছেন রহমত শাহ। শাহিদিও আছেন একই পথে। তবে এখনো আফগানরা জিম্বাবুয়ে থেকে ১৬১ রানে পিছিয়ে।
৩৬১ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি গড়েছেন রহমত ও শাহিদি। যা যেকোনো উইকেটে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ। এই রান যোগ করতে রহমত করেন আফগানদের হয়ে টেস্টে ইনিংস সর্বোচ্চ ২৩১* রান। আর শাহিদি ব্যাট করছেন ১৪১ রানে।
আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিশতক হাকানোর পথে রহমত ভাগ্যের ছোঁয়া ভালোভাবেই পেয়েছেন। জিম্বাবুইয়ানরা চারবার ক্যাচ ছেড়েছেন তার। অন্যথায় ভিন্ন কিছুও হতে পারতো।
আফগানিস্তানের হয়ে সাদা পোশাকে এর আগে একমাত্র দ্বিশতক ছিল শাহিদির। ২০২১ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ঠিক ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এবার তার রেকর্ড ভেঙে দিলেন রহমত।
উল্লেখ্য, নিজেদের প্রথম ইনিংসে আগে ব্যাট করে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৫৮৬ রান। যা দলটার সর্বোচ্চ সংগ্রহ। তবে এত রান তুলেও নিশ্চয়ই স্বস্তিতে নেই স্বাগতিকরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা