২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিসিএলে চতুর্থ সেঞ্চুরিয়ান মুর্শিদা

ওপেনার মুর্শিদা খাতুন - ছবি : সংগৃহীত

নারী বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চতুর্থ সেঞ্চুরিয়ান হলেন ওপেনার মুর্শিদা খাতুন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিসিএল-এর দ্বিতীয় রাউন্ডে ম্যাচের দ্বিতীয় দিন রাজশাহীতে ইস্ট জোনের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ১৮১ বলে ১৩টি চারের সহায়তায় শতকে পা রাখেন বাঁ-হাতি এ ব্যাটার মুর্শিদা।

এর আগে, চলতি বিসিএল-এ সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক ও দিলারা আক্তার দোলা।

সেঞ্চুরির ইনিংসে দিন শেষে ১২২ রানে অপরাজিত আছেন মুর্শিদা। তার ২১৯ বলের ইনিংসে ১৬টি চার আছে। এতে ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে দিন শেষে ২ উইকেটে ২৪২ রান করেছে সেন্ট্রাল জোন।

মুর্শিদার সাথে ৬৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক নিগার সুলতানা।

ম্যাচের প্রথম দিন দিলারার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৬ রান করেছিলো ইস্ট জোন। ১১টি চার ও ২টি ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন দিলারা। ইনিংসে ইস্ট জোনের সাথে জান্নাতুল ফেরদৌস তিথি ৬৫ ও শারমিন সুপ্তা ৬২ রান করেন। বল হাতে সেন্ট্রাল জোনের নাহিদা আকতার ৪ উইকেট নেন।

দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১১৩ রানে এগিয়ে নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ জোনের ২৩৮ রানের জবাবে ২২০ রানে গুটিয়ে যায় সাউথ জোন। ১৮ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ৯৫ রান করেছে নর্থ জোন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement