স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০১
স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান। ৫ উইকেট হাতে নিয়ে ৩১০ রানে পিছিয়ে সফরকারী টিম ইন্ডিয়া।
মেলবোর্নে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩১১ রান করেছিলো অস্ট্রেলিয়া। স্মিথ ৬৮ ও অধিনায়ক প্যাট কামিন্স ৮ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন দলের রান ৪শ’ পার করে বিচ্ছিন্ন হন স্মিথ-কামিন্স। হাফ-সেঞ্চুরি দ্বারপ্রান্তে থাকা কামিন্সকে থামিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ৭টি চারে ৪৯ রান করেন কামিন্স। সপ্তম উইকেটে ১১২ রানের জুটি গড়েন স্মিথ ও কামিন্স। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ও ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। টেস্টে ৩৪তম সেঞ্চুরি করে ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, শ্রীলংকা মাহেলা জয়াবর্ধনে ও পাকিস্তানের ইউনিস খানের রেকর্ড স্পর্শ করেছেন স্মিথ।
সেঞ্চুরির পর লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দলের রানের চাকা ঘুরিয়েছেন স্মিথ। দলীয় ৪৫৫ রানে নবম ব্যাটার হিসেবে স্মিথকে বোল্ড আউট করেন ভারতের পেসার আকাশ দীপ। ১৩টি চার ও ৩টি ছক্কায় ১৪০ রান করেন স্মিথ।
শেষ ব্যাটার নাথান লিঁওকে শিকার করে অস্ট্রেলিয়াকে ৪৭৪ রানে থামান ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। বল হাতে বুমরাহ ৪টি, জাদেজা ৩টি ও আকাশ ২টি উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। ওপেনার হিসেবে নেমে ৩ রান করে বিদায় নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে ভালো শুরু করেও ২৪ রানে সাজঘরে ফিরেন লোকেশ রাহুল। শিকার হওয়া দুই উইকেট নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স।
৫১ রানে ২ উইকেট পতনের পর শতরানের জুটি গড়েন আরেক ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলি। এই জুটিতে টেস্টেট নবম হাফ-সেঞ্চুরির পর শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন জয়সওয়াল। কিন্তু ৮ বলের ব্যবধানে সাজঘরে ফিরেন জয়সওয়াল ও কোহলি। ১১টি চার ও ১টি ছক্কায় ১১৮ বলে ৮২ রানে রান আউট হন জয়সওয়াল।
অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বলে নিজের ভুলে উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি। ৪টি চারে ৩৬ রান করেন কোহলি।
নাইটওয়াচম্যান হিসেবে নেমে বোল্যান্ডের শিকার হয়ে খালি হাতে ফিরেন আকাশ। এরপর দিনের বাকী ৯ বল বিপদ ছাড়া শেষ করেন উইকেটরক্ষক ঋসভ পান্ত ও জাদেজা। পান্ত ৬ ও জাদেজা ৪ রানে অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার কামিন্স ও বোল্যান্ড ২টি করে উইকেট নেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা